ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পশ্চিমবঙ্গে সরকারি বাসের ভাড়া বাড়ছে

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৬ ঘণ্টা, আগস্ট ১১, ২০১২

কলকাতা : রাজ্যে খুচরো পয়সার সমস্যা সমাধানে বাস ও ট্রামের কয়েকটি স্তরে ভাড়া কমিয়ে বাড়িয়ে পুনর্বিন্যাসের কথা আগেই ঘোষণা করেছিলেন রাজ্যের পরিবহণমন্ত্রী মদন মিত্র ৷শনিবার সেই পুনর্বিন্যাসের  কথা ঘোষণা করেছে রাজ্য সরকার ৷

এদিন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে বৈঠকে বসেন পরিবহণ মন্ত্রিগোষ্ঠীর চার সদস্য অমিত মিত্র, মণীশ গুপ্ত, পার্থ চ্যাটার্জি ও মদন মিত্র ৷এছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন বিভিন্ন বাস মালিক সংগঠনের নেতারা ৷

সোমবার থেকে সরকারি বাসের ন্যূনতম ভাড়া সাড়ে ৪রুপি থেকে বেড়ে হচ্ছে ৫ রুপি ৷ ভাড়া পুনর্বিন্যাস ছাড়াও বাস, মিনিবাস ও ট্যাক্সির ক্ষেত্রে ভর্তুকিবৃদ্ধির কথাও ঘোষণা করা হয়েছে ৷তবে এদিন বেসরকারি বাসের ভাড়া বৃদ্ধি করা হয়নি।

সোমবার এ বিষয়ে জারি করা হবে নির্দেশিকা ৷ভাড়াবৃদ্ধি নয়, বাস ভাড়ার পুনর্বিন্যাস ৷ শনিবার সেই পুনর্বিন্যাসের কথাই ঘোষণা করেছেন শিল্পমন্ত্রী পার্থ চ্যাটার্জি ৷

তবে সরকারের তরফে সরাসরি ভাড়াবৃদ্ধির কথা বলা না হলেও কার্যত ঘুরপথে ভাড়াবৃদ্ধিই হচ্ছে ৷আর সেই ভাড়াবৃদ্ধি হচ্ছে ভর্তুকি পাওয়া সরকারি বাসের ক্ষেত্রেই ৷

বিএসসি বাস কেনার ক্ষেত্রে সরকার সময়সীমা বাড়িয়েছে ৬ মাস ৷এতদিন সরকারি বাসে যে ভর্তুকির পরিমাণ ছিল ৫০ হাজার রুপি, তা বেড়ে হয়েছে ৭৫ হাজার রুপি ৷

মিটার ট্যাক্সির ক্ষেত্রে ভর্তুকির পরিমাণ ২০ হাজার থেকে বেড়ে হয়েছে ২৫ হাজার রুপি।

মিনিবাসের ক্ষেত্রে যে ভর্তুকি ছিল ৩০ হাজার, তা হল ৪০ হাজার। টু স্ট্রোক অটো রিকশা থেকে ৪ স্ট্রোক অটো বদলে শুধু ইঞ্জিন বদলাতে চাইলে ৫ হাজার এবং নতুন অটো কিনতে চাইলে ভর্তুকি পাওয়া যাবে ১০ হাজার রুপি।

একই সঙ্গে বেসরকারি বাস, মিনিবাস, ট্যাক্সিতে বিজ্ঞাপন ব্যবহার করে আয় বাড়ানোর ব্যাপারেও সম্মতি দিয়েছে রাজ্য সরকার ৷

তবে সরকারের এই সিদ্ধান্তে আদৌ খুশি নয় বেসরকারি বাস সংগঠন। তাদের কথায়, ভাড়া না বাড়িয়ে আয় বাড়বে, হতে পারে না ৷শুধু বিজ্ঞাপন দিয়ে কাজ হবে না, সারা রাজ্যে ২৭ হাজার গাড়ি চলে।   ভাড়া বৃদ্ধিছাড়া উপায় নেই।

বাংলাদেশ সময় :১৯৩৭ ঘণ্টা, আগস্ট ১১, ২০১২
আরডি/ সম্পাদনা : সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর  
kumar.sarkerbd@gmail.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।