ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

স্বাধীনতা দিবসে কেন্দ্রের সমালোচনা মমতার

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৯ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১২
স্বাধীনতা দিবসে কেন্দ্রের সমালোচনা মমতার

কলকাতা: এই প্রথম কলকাতার রেড রোডে বর্ণাঢ্য কুচকাওয়াজের মধ্যে দিয়ে বুধবার ভারতের স্বাধীনতা দিবস উদযাপন করল রাজ্য সরকার।

জাতীয় পতাকা উত্তোলনের পর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্যের পুলিশ কর্মীদের অভিবাদন গ্রহণ করেন।



দিনটিতে রাজ্যবাসীর উদ্দেশ্যে দেওয়া ভাষণেও কেন্দ্রের বিরুদ্ধে সমলোচনায় মুখর হন মুখ্যমন্ত্রী।

সারের দাম বৃদ্ধির জন্য সরাসরি কেন্দ্রীয় সরকারকে দায়ী করেছেন তিনি। তিনি বলেন,  কেন্দ্রই সারের দাম বাড়িয়েছে। রাজ্য তৎপর হলেও কেন্দ্রীয় সরকার বিপিএল কার্ডের কাজ শুরু করতে পারেনি।

জাতীয় সড়কের সংস্কার এবং উন্নয়ন নিয়েও কেন্দ্রের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী।

সেই সঙ্গেই রাজ্যের গরিব মানুষের জন্য গত এক বছরে অনেক কাজ করেছে তার সরকার বলেও দাবি করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, কৃষকদের জন্য ক্রেডিট কার্ড, শস্যবীমা থেকে প্রান্তিক মানুষের জন্য সামাজিক মুক্তি কার্ড, সব কাজই সাফল্যের সঙ্গে করেছে তার সরকার।  
গত এক বছরে সরকারি এবং বেসরকারি ক্ষেত্রে তিন লাখ করে কর্মসংস্থান হয়েছে। স্বাধীনতা দিবসের ভাষণে এমনই দাবি করেন তিনি। একই সঙ্গে আগামী দিনে এমপ্লয়মেন্ট ব্যাংক তৈরি করা হবে বলেও জানিয়েছেন তিনি।

বন্দি মুক্তির দাবির আড়ালে রাজ্যে হিংসাত্মক কাজে মদদ দিচ্ছে কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন বলেও মন্তব্য করেন মমতা।

তার হুঁশিয়ারি, প্রকাশ্যে বন্দি মুক্তির কথা বলে আড়ালে খুনের রাজনীতি বরদাশত করবে না রাজ্য সরকার।

মহাকরণে বসে নয়, প্রশাসনে গতি আনতে মহাকরণই পৌঁছে যাচ্ছে জেলায় জেলায় বলেও দাবি মুখ্যমন্ত্রীর। এভাবেই প্রশাসনকে তৃণমূলস্তরে পৌঁছে দিয়েছে তার সরকার।

মমতা তার বক্তব্যে সরব হন বনধের বিরোধিতায়ও। তিনি বলেন, রাজ্যে কর্মসংস্কৃতি ফেরাতে হলে বনধের পথ থেকে সরে আসতে হবে। একই সঙ্গে অন্যায়ের সামনে মাথা নত না করারও আহ্বান জানান মুখ্যমন্ত্রী।

ভাষণে রাজ্যে পালাবদলকে দ্বিতীয় স্বাধীনতা অর্জন বলেও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। আইন-শৃঙ্খলা ইস্যুতে তিনি বলেন, পূর্বতন সরকারের আমলে থানায় ডায়েরি নেওয়া হোত না। তাই কোনও অপরাধ হলে সাধারণ মানুষ জানতে পারতেন না। মুখ্যমন্ত্রীর দাবি, তাদের সময়ে থানায় ডায়েরি নিচ্ছে পুলিশ। সে কারণেই বিভিন্ন অভিযোগ প্রকাশ্যে আসছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী।

রাজ্যের শিল্প মানচিত্রে বিনিয়োগের হার যথেষ্টই আশাব্যঞ্জক বলে উল্লেখ করে তিনি বলেন, ইতিমধ্যেই এ রাজ্যে শিল্পে এক লাখ কোটি রুপি বিনিয়োগ হয়েছে। বেশ কিছু প্রতিষ্ঠান একাধিক জেলায় দ্রুত তাদের কাজ শুরু করতে চলেছে বলেও জানান মুখ্যমন্ত্রী।

গ্রামের মানুষের জন্য তেত্রিশটি মাল্টি সুপার হাসপাতাল তৈরি করার প্রতিশ্রুতিও দেন মুখ্যমন্ত্রী। নতুন সরকার হাসপাতালের শয্যা সংখ্যা বাড়ানোর বিষয়েও উদ্যোগী হয়েছে বলে জানিয়েছেন তিনি।

অন্যদিকে প্রতিবারের মতো এবারও প্রথম প্রহরে পশ্চিমবঙ্গসহ কলকাতার বিভিন্ন স্থানে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে স্বাধীনতা দিবস পালন করেছে তৃণমূল। হাজরায় এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১২
আরডি/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।