নয়াদিল্লি: সম্প্রতি নর্দার্ন এবং ইস্টার্ন পাওয়ার গ্রিড বিকল হওয়ার ঘটনায় ব্যাপক বিদ্যুৎ বিপর্যয়ের কবলে পড়ে সমগ্র উত্তর ভারত। পরিস্থিতি মোকাবিলায় বেশ সংকটে পড়তে হয় ভারত সরকারকে।
এ ধরনের পরিস্থিতির মোকাবিলায় এবার প্রতিবেশী বেশ কয়েকটি দেশের সহযোগিতায় সাদার্ন এশিয়ান গ্রিড তৈরির সিদ্ধান্ত নিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রতিবেশী দেশের মধ্যে রয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল ও ভুটান।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রতি বছরই দেশে বিদ্যুতের চাহিদা ৫ থেকে ১০ শতাংশ হারে বাড়ছে। আগামী ২১ অগাস্ট পররাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠকে এ নিয়েই আলোচনা হবে বলে জানা গেছে।
দেশে বিদ্যুৎ উৎপাদনের ঘাটতি মেটাতে এবার বেশ কিছু নতুন উদ্যোগ নিতে চলেছে কেন্দ্র। শিল্পের জন্য প্রয়োজনীয় বিদ্যুতের যোগান দেওয়াটাই সংকটে ফেলেছে সরকারকে। কয়লার যোগান কম হওয়ায় বিদ্যুৎ উৎপাদনে দেখা দিচ্ছে বড় ঘাটতি। ভাল গুণমানের কয়লার জন্য বিদেশ থেকেই কয়লা আমদানি করার কথা ভাবতে হচ্ছে সরকারকে।
অষ্ট্রেলিয়া থেকে কয়লা আমদানির জন্য কথাও শুরু করেছে কেন্দ্র। এ বছরই ভারত সফরে আসছেন অষ্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র মতে, নর্দান ও ইস্টার্ন পাওয়ার গ্রিড বিকল হয়ে পড়ায় সম্প্রতি ব্যাপক বিদ্যুৎ বির্পযয়ের কবলে পড়েছিল গোটা উত্তর ভারত। সেই পরিস্থিতির কথা মাথায় রেখেই প্রতিবেশী দেশের সাহায্যে সাদার্ন এশিয়ান পাওয়ার গ্রিড তৈরির পরিকল্পনা নিয়েছে কেন্দ্র।
ভুটান, বাংলাদেশ, শ্রীলঙ্কার সঙ্গে কথাও হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সার্দান এশিয়ান গ্রিড তৈরি হলে জাপান, থাইল্যান্ড, মালয়েশিয়ার মতো বিদ্যুৎ উৎপাদনে ভারতও স্বনির্ভর হয়ে উঠবে বলে আশা করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১২
আরডি/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর