ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পশ্চিমবঙ্গে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ১৫

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১২

কলকাতা: মশাবাহিত রোগ ডেঙ্গুতে রোবরার সকালে কলকাতায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। রাজ্যে এ নিয়ে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫ জনে।



কলকাতায় এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১৩ জনের। দক্ষিণ কলকাতার এক বেসরকারি নার্সিংহোমে মৃত্যু হয়েছে টালিগঞ্জের বাসিন্দা ১১ বছরের অনুশ্রী সমাদ্দারের। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে একবালপুরের বাসিন্দা জন ড্যানিয়েল গোমসের।  

কলকাতা এবং সল্টলেকে ডেঙ্গু পরিস্থিতি আরও সঙ্কটজনক হয়ে উঠছে। লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা।

শুধু কলকাতা পৌরসভা এলাকাতেই এনএস-১ অ্যান্টিজেন পরীক্ষা অনুযায়ী আক্রান্তের সংখ্যা ১ হাজার ১৬০ জন। ম্যাক অ্যালাইজা টেস্টেও ধরা পড়েছে কিভাবে বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা।

এ পরিস্থিতি চলতে থাকলে কলকাতা ও কলকাতা পার্শ্ববর্তী এলাকায় ডেঙ্গু মহামারীর আকার নেবে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

এডিস ইজিপ্টি মশা বাহিত ডেঙ্গুর ভাইরাস মিউটেশনের মাধ্যমে নিজেদের জেনেটিক চরিত্র বদলে ফেলায় বদলে যাচ্ছে এই রোগের সাধারণ উপসর্গগুলো। তাতেই ঘটছে বিপত্তি। বহু ক্ষেত্রে রোগ শনাক্তকরণে দেরী হয়ে যাচ্ছে। ফলে বেড়ে যাচ্ছে রোগীর প্রাণনাশের আশংকা। আক্রান্ত রোগীর ভারে কার্যত বেসামাল কলকাতার সরকারি-বেসরকারি হাসপাতাল এবং নার্সিংহোমগুলি।

আইসিইউ থেকে জেনেরাল বেড-জায়গা নেই কোথাও। ফলে চরম ভোগান্তির শিকার হ`তে হচ্ছে ডেঙ্গু আক্রান্ত রোগী ও তাদের পরিবার। কলকাতার পাশাপাশি এর দাপটে রীতিমতো উদ্বিগ্ন সল্টলেকের বাসিন্দারাও।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১২
আরডি/ জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।