ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পশ্চিমবঙ্গে রেকর্ড সংখ্যক নতুন ভোটার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫২ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৪
পশ্চিমবঙ্গে রেকর্ড সংখ্যক নতুন ভোটার

কলকাতা: নির্বাচন কমিশনের সর্বশেষ প্রকাশিত ভোটার তালিকা অনুযায়ী পশ্চিমবঙ্গে নতুন ভোটারের সংখ্যায় রেকর্ড সৃষ্টি হয়েছে। রাজ্যের ৬ কোটি ভোটারের মধ্যে ২৭ লাখ ভোটার আগামী লোকসভা নির্বাচনে প্রথমবারের মতো ভোট দিতে যাচ্ছেন।



শতকরা হিসাব ধরলে নতুন ভোটারের সংখ্যা মোট ভোটারের ৫ শতাংশের কাছাকাছি। এই নতুন ভোটাররা পাল্টে দিতে পারেন রাজ্যের রাজনৈতিক সমীকরণ, এমনটাই ধারণা রাজ্যের রাজনীতি বিশ্লেষক মহলের।

দিল্লির বিধানসভা নির্বাচনে নতুন ভোটাররাই আম আদমি পার্টিকে সরকার গড়তে সাহায্য করেছে বলেও মনে করছেন বিশ্লেষকরা।

নতুন ভোটারদের ভোট কখনও সরকারের পক্ষে গেছে আবার কখনো বিপক্ষে গেছে। সে কারণেই নতুন ভোটারদের টানতে বিশেষ প্রচার প্রচারণাও করতে চলছে রাজ্যের সবকটি রাজনৈতিক দল।

বাংলাদেশ সময়:  ১৫৪৯ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৪
সম্পাদনা: জাকারিয়া খান, নিউজরুম এডিটর/সুকুমার সরকার, আউটপুট এডিটর কো-অর্ডিনেশন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।