ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পশ্চিমবঙ্গে সব আসনে প্রার্থী দেবে আপ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৬ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৪
পশ্চিমবঙ্গে সব আসনে প্রার্থী দেবে আপ

কলকাতা: আগামী লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের সবকটি আসনেই প্রার্থী দিতে চায় আপ। এমন মন্তব্য করেছেন আপ-এর সাধারণ সম্পাদক এবং পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত পঙ্কজ গুপ্তা।



তবে তিনি জানিয়েছেন সব কিছুই নির্ভর করবে কেমন স্বেচ্ছাসেবক ও কেমন প্রার্থী পাওয়া যায় তার উপর।

অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন এখন দলের বৈঠকে এই বিষয়ে আলোচনা না হলেও যত বেশি সংখ্যক আসনে সম্ভব তত বেশি সংখ্যক আসনে প্রার্থী দিতে চায় দল।

তিনি আরও জানিয়েছেন, এক সময় কলকাতায় মাদার টেরেসার সংগঠনের সঙ্গে কাজ করার দৌলতে তিনি ভালই চেনেন পশ্চিমবঙ্গকে।

পঙ্কজ গুপ্তা জানিয়েছেন পশ্চিমবঙ্গের প্রতি জেলায় ১৫ হাজার করে সদস্য সংগ্রহ করা তাদের প্রাথমিক লক্ষ্য।

এদিকে আপের লোকসভা নির্বাচনে লড়াই করার বিষয়টিকে স্বাগত জানিয়েছেন সিপিএম নেতা মহম্মদ সেলিম। তিনি বলেছেন গণতন্ত্রের বিকাশে নতুন দল সবসময় স্বাগত।

তবে আপ-এর কোন সম্ভাবনা পশ্চিমবঙ্গে নেই বলে দাবি করেছেন তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একটি দুর্নীতিমুক্ত সরকার গঠন হয়েছে। তাই আপ-এর কোন স্থান পশ্চিমবঙ্গে নেই।

বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৪
সম্পাদনা: সুকুমার সরকার, আউটপুট এডিটর কো-অর্ডিনেশন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।