ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

প্রতারণার শিকার হচ্ছেন রাজ্যের ব্যাংক গ্রাহকরা

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৪
প্রতারণার শিকার হচ্ছেন রাজ্যের ব্যাংক গ্রাহকরা

আগরতলা: অভিনব প্রতারণার শিকার হচ্ছেন রাজ্যের বিভিন্ন ব্যাঙ্কের গ্রাহকরা। ব্যাঙ্কের আধিকারিক নাম দিয়ে গ্রাহকদের কাছ ফোন করা হচ্ছে।

তারপর জেনে নেয়া হচ্ছে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। এরপর ঐ গ্রাহক দেখছেন তার ব্যাঙ্ক একাউন্ট একদম খালি। এমন বেশ কিছু ঘটনা সামনে এসেছে। অভিযোগ দায়ের করা হয়েছে পুলিসেও। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি।

রাজ্য পুলিসের এক আধিকারিক জানিয়েছেন দশটির বেশি ঘটনা গত এক মাসে সামনে এসেছে। প্রতারিত হচ্ছেন সাধারণ মানুষ। যারা প্রতারিত হয়েছেন তারা জানিয়েছেন, ব্যাঙ্কের আধিকারিক নাম দিয়ে তাদের কাছে ফোন করা হচ্ছে। তারপর জেনে নেওয়া হচ্ছে ব্যাঙ্ক একাউন্ট সম্পর্কিত নানা তথ্য। পরে দেখা যাচ্ছে তাদের একাউন্ট একদম খালি। গ্রাহকদের অভিযোগ, পুলিসে অভিযোগ দায়ের করেও কোন কাজ হচ্ছে না। এখন পর্যন্ত কেউ ধরা পরেনি।

পুলিস জানিয়েছে এখন পর্যন্ত যতগুলো ঘটনা সামনে এসেছে তার সবকটিই তুলে দেয়া হয়েছে সিআইডি’র হাতে। কিন্তু এখন পর্যন্ত কেউ যে ধরা পরেনি তা স্বীকার করে নিয়েছে পুলিসও।  

এদিকে অনেকের অভিযোগ ব্যাঙ্ক থেকে প্রতারকদের হাতে গোপন নথি পৌঁছে যাচ্ছে। যার কারণে তারা গ্রাহকদের ফোন করার সুবিধা পাচ্ছেন। তাছাড়া প্রতারকরা প্রথমে ফোন করে এমন সব তথ্য প্রথমে দিচ্ছেন যা ব্যাঙ্কের কর্মী ছাড়া তাদের জানার কথা না। তাদের অভিযোগ হয়তো ব্যাঙ্কের একটি অংশ প্রতারকদের সাথে যুক্ত।

বাংলাদেশ সময়: ২১১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।