ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ব্রিগেডে কী বলবেন নরেন্দ্র মোদী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৪
ব্রিগেডে কী বলবেন নরেন্দ্র মোদী

কলকাতা: বিজেপি প্রধান নরেন্দ্র মোদীকে চরম আশাবাদী রাজ্য বিজেপি শাখা। বুধবার কলকাতায় নরেন্দ্র মোদীর জনসভা ঘিরে দলটি পশ্চিমবঙ্গে শক্ত ভিত গড়তে চাইছে।

 

কয়েকঘণ্টা বাদে জনসভা। এজন্য কলকাতার ব্রিগেড সমাবেশ ঘিরেই এখন সাজো সাজো রব রাজ্য বিজেপি শিবিরে। সেজে উঠেছে ব্রিগেড ময়দানও। লোকসভার আগে কলকাতায় এসে কী বলবেন মোদী? 

 

এরআগে হাওড়ার উপনির্বাচনে প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল বিজেপি থিঙ্ক ট্যাঙ্ক। নরেন্দ্র মোদী কলকাতায় এসে প্রশংসাই করে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের। এবার কোন পথে হাঁটবেন তিনি? 

 

সরকার গড়ার অঙ্ক কষে প্রাক্তন বন্ধুকে কি আদৌ চটাতে চাইবেন নরেন্দ্র মোদী?বুধবারের ব্রিগেডে কত মানুষ আসবেন? এত লোক ! সত্যিই কি এরাজ্যে এতটাই শক্তিশালী বিজেপি? ব্রিগেডে মোদীকে দেখতে আসা মানুষদের কি শেষপর্যন্ত নিজেদের ভোটারে পরিণত করতে পারবেন রাজ্য বিজেপি? নানা প্রশ্ন উঠে আসছে।

 

অবশ্য তৃণমূল কংগ্রেসের হাত ছাড়ার পর এরাজ্যে বিজেপি আর তেমন কোনও দাগ কাটতে পারেনি। তবে ভোটকাটাকাটির খেলায় বিজেপির ভোটব্যাঙ্ককে সমঝে চলতে হয়েছে বাকিদের।  

 

ব্রিগেডের মোদী ঝড়ে সেই সমীকরণই আমূল পাল্টে যাবে বলে দাবি রাজ্য বিজেপির। ব্রিগেডে কী বলবেন নরেন্দ্র মোদী? এটা পরিষ্কার যে তাঁর নিশানায় থাকবে কংগ্রেস এবং বামেরা।  

 

কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়? এরআগে যতবার নরেন্দ্র মোদী কলকাতায় এসেছেন একবারও তৃণমূল নেত্রীর সমালোচনা শোনা যায়নি তাঁর গলায়। এবার কি সেই নীরবতা ভাঙবেন?

 

বাংলাদেশ সময়: ১০৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৪, 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।