ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ভারতে বাতিল হচ্ছে শিশুর ‘ফিডিং বোতল’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫০ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৪
ভারতে বাতিল হচ্ছে শিশুর ‘ফিডিং বোতল’ ছবি: সংগৃহীত

কলকাতা: ভারতে শিশুদের দুধ খাওয়ানোর ‘ফিডিং বোতল’ বাতিল করতে চলেছে সরকার। আর এ সংশ্লিষ্ট একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ভারত সরকারের সংস্থা ব্যুরো অব ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (বিআইএস)।



বিশ্বের বিভিন্ন দেশে গবেষণায় দেখা যায়, বেশিরভাগ মানুষ যে ধরনের ফিডিং বোতল ব্যবহার করেন তা পলিকার্বনেট দিয়ে তৈরি। এই পলিকার্বনেটের মধ্যেই রয়েছে ‘বিসফেনল এ’ নামক একটি যৌগ। যা বিশেষজ্ঞদের যাবতীয় মাথাব্যথার কারণ। এ ‘বিসফেনল এ’ দিয়ে হতে পারে ক্যান্সারের মতো মরণব্যাধি।

শিশুর মুখে পরম মমতায় তুলে দেওয়া হচ্ছে যে দুধ তা যদি শিশুর শরীরে উল্টো সমস্যার কারণ হয় তা গ্রহণযোগ্য নয় কারো কাছেই।

আমেরিকা, কানাডা, চীনসহ বিভিন্ন দেশের মতোই ভারতেও পলিকার্বনেট দিয়ে তৈরি দুধের বোতল নিষিদ্ধ করা হবে বলেই সূত্রের খবর।

এর সঙ্গেই জারি হতে পারে কি কি যৌগ দিয়ে দুধের বোতল তৈরি করা যাবে তার নির্দেশনাও।

তবে শুধু দুধের বোতলই নয় বিভিন্ন পানির বোতলেও থাকে পলিকার্বনেট যৌগ। সেই বোতলগুলিকেও নিষিদ্ধ করা হবে কিনা সে ব্যাপারে অবশ্য কিছু জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১৩৫৩ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।