ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

উড়াল সেতু ট্রাজেডি

নিহত ২০, কলকাতায় বাংলাদেশিদের জন্য কন্ট্রোল রুম

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৫ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৬
নিহত ২০, কলকাতায় বাংলাদেশিদের জন্য কন্ট্রোল রুম ছবি: কোলকাতা থেকে বাঁধন সরকার-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কলকাতা: উড়াল পুল ভেঙে এত বড় দুর্ঘটনা কলকাতায় এর অাগে হয়নি। ইতিমধ্যে ২০ জনের বেশি মৃত্যু হয়েছে।

ধারণা করা হচ্ছে মৃতের সংখ্যা শতাধিক ছাড়াবে। ভাঙা স্তূপের নীচে এখনও চাপা পড়ে অাছে যাত্রীসমেত বাস এবং অারও কয়েকটি গাড়ি। কলকাতা পুলিশ ও দমকলের পাশাপাশি উদ্ধার কাজে ৪শ’ সেনাবাহিনীর সদস্যকে নামানো হয়েছে।

এত বড় দুর্ঘটনায় চুপ করে বসে নেই কলকাতাস্থিত বাংলাদেশ উপ হাইকমিশন। বাংলাদেশিদের জন্য সেখানে খোলা হয়েছে কন্ট্রোল রুম।

দূতাবাস থেকে বাংলানিউজকে জানানো হয় হতাহতের মধ্যে কোনো বাংলাদেশি থাকা অসম্ভব কিছু নয়। প্রায় প্রতিদিনই বাংলাদেশ থেকে ব্যবসায়িক ও চিকিৎসার কারণে কলকাতায়  অাসেন প্রচুর মানুষ। যদি কোনো খবর জানার থাকে, তাহলে বাংলাদেশের মানুষ দূতাবাসের কন্ট্রোল রুমে যোগাযোগ করতে পারেন। নম্বর ০৩৩ ৪০১২৭৫০০। ২৪ ঘণ্টাই খোলা থাকবে এসব নম্বর।

এছাড়া পশ্চিমবঙ্গ সরকারের তরফে রাজ্য সচিবালয় নবান্নে কন্ট্রোল রুম খোলা হয়েছে। নম্বর ০৩৩-২২১৪৫৬৬৪/ ০৩৩-২২১৪৩৫২৬/  ১০৭০।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৬
ভি.এস/আরআই

** কলকাতায় উড়ালসেতু ভেঙে মৃত অন্তত ১৫, উদ্ধারে সেনা
** কলকাতায় ভেঙে পড়লো উড়াল সেতু, মৃত ১০
**
কলকাতায় ভেঙে পড়া উড়ালসেতুর নিচে যাত্রীবাহী বাস
**
কলকাতায় ভেঙে পড়ল উড়াল সেতু, হতাহতের সম্ভাবনা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।