ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

অনশনরত সাবেকমন্ত্রী সুশান্ত ঘোষকে দেখতে বামফ্রন্ট প্রতিনিধিদল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৩ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১১

কলকাতাঃ সিআইডি রিমান্ডে থাকা সাবেকমন্ত্রী ও গড়বেতার বিধায়ক সুশান্ত ঘোষকে দেখতে বৃহস্পতিবার আবদুর রেজ্জাক মোল্লা, আনিসূর রহমানসহ ৭ বাম প্রতিনিধি দল কলকাতার ভবাণীভবনে যান।

বৃহস্পতিবার তার ব্লাড প্রেসার নেমে গেছে বলে দাবি করেন আবদুর রেজ্জাক মোল্লাা ।



সকালে তাকে রুটিন মাফিক শারিরীক পরীক্ষা করে যান পিজি হাসপাতালের একজন চিকিৎসক।

একটি সূত্রে জানা গেছে, এদিন দুপুরের খাবার ফিরিয়ে দিয়েছেন সুশান্ত ঘোষ।

সিআইডি আধিকারিকরা তার জেরা করছেন। তবে তিনি সহযোগিতা করছেন না বলে গোয়েন্দা পুলিশ জানিয়েছে।

এদিকে এদিন গড়বেতা হত্যা মামলায় স্থানীয় সিপিএম নেতা  মদন সাঁতরাকে মেদিনীপুর আদালতে তোলা হয়। তাকে ৭ দিনের সিআইডি হেফাজত দেওয়া হয়। তার স্ত্রীকেও জিজ্ঞাসাবাদ করা হয় এদিন।

এছাড়াও আরেক সিপিএম নেতা কালীদাস চৌধুরীকে খড়্গপুর থানায় সি আই ডি জিজ্ঞাসাবাদ করছে। তাকেও গ্রেফতার করা হয়।

ভারতীয় সময়: ১৮১০ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।