ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতার ভবানীপুর বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচন করবেন মমতা

রক্তিম দাশ. সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৬ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১১
কলকাতার ভবানীপুর বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচন করবেন মমতা

কলকাতা: বিধানসভা ভোটে দক্ষিণ কলকাতার ভবানীপুর কেন্দ্র থেকে নির্বাচনে করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

শুক্রবার তৃণমূল কংগ্রেস সূত্রে এই খবর পাওয়া গিয়েছে।



এই জন্য বর্তমানে ওই কেন্দ্রর নির্বাচিত বিধায়ক তথা পূর্ত ও পরিবহণমন্ত্রী সুব্রত বক্সি বিধানসভায় এদিন পদত্যাগ করেন। তবে মন্ত্রীসভা থেকে পদত্যাগ করছেন না। মনে করা হচ্ছে অন্য কোন কেন্দ্র থেকে নির্বাচনে লড়বেন সুব্রত বক্সী।

দক্ষিণ কলকাতার অন্তর্গত লোকসভার এই কেন্দ্রটি থেকে দীর্ঘদিন ধরেই সাংসদ হিসেবে নির্বাচিত হয়ে আসছেন মমতা ব্যানার্জি। ভবানীপুর কেন্দ্রটি এই লোকসভা কেন্দ্রেরই অন্তর্গত। শোনা যাচ্ছে, সুব্রত বক্সী নিজে এই কেন্দ্র থেকে মমতা ব্যানার্জিকে বিধানসভায় নির্বাচন করার জন্য অনুরোধ জানিয়েছেন।

উল্লেখ্য, মমতা ব্যানার্জি বর্তমানে বিধানসভার নির্বাচিত সদস্য নন। নিয়মানুযায়ী মন্ত্রীসভার দায়িত্ব পাওয়ার পর ছয় মাসের মধ্যে বিধানসভায় নির্বাচিত হয়ে আসতে হয়।

ভারতীয় সময়; ১৬১৫ঘণ্টা, আগস্ট ১৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।