ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতায় শুরু হয়েছে অমর একুশের অনুষ্ঠান

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১২

কলকাতা: শ্রদ্ধা বিনীত চিত্তে কলকাতাসহ রাজ্যের বিভিন্ন স্থানে শুরু হয়েছে অমর একুশের অনুষ্ঠান। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করা হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসও।

সোমবার বিকাল ৫টায় কলকাতার সাংস্কৃতিক কেন্দ্রস্থল রবীন্দ্রনদন-বাংলা একাদেমী চত্বরে সারারাত ব্যাপী অনুষ্ঠান শুরু হয়েছে ভাষা চেতনা সমিতির পক্ষ থেকে।

ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারের আদলে তৈরি মঞ্চে কলকাতা, বাংলাদেশ, মেঘালয়, আসাম,ঝাড়খণ্ডের দুশোরও বেশি শিল্পী, সাহিত্যিক, মন্ত্রী, প্রশাসক ও ক্রীড়াবিদরা এ অনুষ্ঠানে যোগ দিয়েছেন।

রাত ১২টায় একুশের প্রথম প্রহরে হবে মশাল মিছিল। এ উৎসবে থাকছে বাঙালির প্রিয় খাবার পান্তা ও ইলিশ মাছ।

অন্যদিকে, ভাষা আন্দোলনের অমর শহীদ বরকতের জন্মভিটা মুর্শিদাবাদের সালার থানার বাবলা গ্রামে সোমবার শুরু হয়েছে ৭ দিনের বরকত মেলা। থাকছে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। একুশের প্রথম প্রহরে একটি মশাল মিছিল বাবলা গ্রাম প্রদক্ষিণ করবে।

বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।