ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

আমরি কাণ্ডে নিহতদের ১ লাখ টাকা করে দিচ্ছে ত্রিপুরা

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১২

আগরতলা (ত্রিপুরা) :  আমরির অগ্নিকাণ্ডে ত্রিপুরার যে সাতজন নিহত হন তাদের প্রত্যেকের পরিবারকে ১ লাখ টাকা করে ক্ষতি পূরণ দিচ্ছে ত্রিপুরা রাজ্য সরকার।

শুক্রবার রাজ্য বিধান সভায় এ খবর জানান অর্থমন্ত্রী বাদল চৌধুরী।


এদিন তিনি বলেন, ঢাকুরিয়ার আমরি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে ত্রিপুরার ৭ জনের মৃত্যু হয়েছিল। তাদের পরিবারগুলোকে ১ লাখ টাকা করে সাহায্য দেবার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। কয়েক জনের কাছে এরই মধ্যে সাহায্যের টাকা পৌঁছেও দেওয়া হয়েছে।

তিনি জানান, যারা আহত হয়েছিলেন তাদের সাড়ে ৭ হাজার টাকা করে সাহায্য করা হয়েছে। তাছাড়া তাদের চিকিৎসার সমস্ত দায়িত্ব নিয়েছিল সরকার। কলকাতা
থেকে তাদের আসা যাওয়ার খরচ বহন করেছে রাজ্য সরকার। তাদের আত্মীয়রা যারা সে সময় আহতদের চিকিৎসার জন্য কলকাতায় গিয়েছিলেন তাদেরও যাওয়ার টাকাও দিয়েছিল সরকার। তাছাড়া তাদের থাকা-খাওয়ার ব্যবস্থাও করেছিল।

বাদল চৌধুরী আরও বলেন, নিহতদের পরিবার কেন্দ্রীয় সরকার বা পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে কোনো সাহায্য পেয়েছে কি-না তা আমাদের জানা নেই।

গত ৯ ডিসেম্বর দক্ষিণ কলকাতার ঢাকুরিয়ায় এএমআরআই হাসপাতালে আগুন লাগার ঘটনায় ত্রিপুরার
৭ ব্যক্তি মারা যান।

এরা হলেন- সন্তোষ দাস, নরেশ মগ, অসিত চক্রবর্তী, শম্পা ঘোষ চৌধুরী, প্রবাল শুক্লদাস, অঞ্জলি দাস এবং সুধাওং মগ।

বাংলাদেশ সময় : ০১১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।