ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

শ্রমিক ধর্মঘটে ত্রিপুরায় সাড়া

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১২

আগরতলা (ত্রিপুরা): এগারোটি শ্রমিক সংগঠনের সারা ভারতে ডাকা সাধারণ ধর্মঘটে ভালো সাড়া পড়েছে ত্রিপুরায়।

ধর্মঘটের কারণে মঙ্গলবার রাজ্যের কোনো স্কুল-কলেজ অফিস আদালত খোলেনি।

রাস্তায় নামেনি কোনো যানবাহনও। ধর্মঘটের জেরে এদিন কাজ কর্ম হয়নি রাজ্য বিধান সভাতেও।

শ্রমিক সংগঠন সিআইটিইউর পক্ষ থেকে বলা হয়েছে রাজ্যে ধর্মঘট হয়েছে স্বতঃস্ফূর্ত ও শান্তিপূর্ণ।

সংগঠনটি দাবি করেছে, শ্রমিকদের ডাকা ধর্মঘটকে সমর্থন জানিয়েছে সমাজের সব অংশের মানুষ। সিআইটিইউর জন্য রাজ্যবাসীকে অভিনন্দন জানিয়েছে।

এদিকে ধর্মঘটের সমর্থনে রাজ্যের কোনো মন্ত্রীর যান চালক কাজে যোগ দেননি। মন্ত্রীদের বিধানসভায় যেতে হয়েছে পুলিশের গাড়িতে চেপে।

উল্লেখ্য, এসময় রাজ্য বিধানসভার অধিবেশন চলছে। এদিন মন্ত্রী এবং বিধায়করা বিধানসভায় ঢোকার সময় বাধা দেন বিধান সভার কর্মীরা। বিধান সভার বিভিন্ন বিভাগের কর্মচারীরাও সাধারণ ধর্মঘটে সামিল হয়েছিলেন। শেষ পর্যন্ত ধর্মঘটের কারণে বিধানসভার কাজকর্মও হয়নি। ত্রিপুরায় ধর্মঘট বা বন্ধে এমন নজির আর নেই।

বাংলাদেশ সময়: ১৫১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।