কলকাতা: পার্ক স্ট্রিট, কাটোয়া ধর্ষণকাণ্ডের পর হরতালে সাংবাদিক নিগ্রহের ফের সাজানো ঘটনার তত্ত্ব তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
মঙ্গলবার বিকালে মহাকরণে হরতালে সাংবাদিক নিগ্রহের ব্যাপারে প্রতিক্রিয়া চাওয়া হলে তিনি সোজাসুজি বলেন, পুরো ঘটনা পরিকল্পিতভাবে সাজানো হয়েছে।
এদিকে,এ ঘটনার নিন্দায় সরব হয়েছে বিভিন্ন রাজনৈতিক মহল।
বিধানসভার বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র ঘটনার নিন্দা করে বলেন, সরকার বিরোধিতা সহ্য করতে পারছে না।
তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম যদিও ঘটনায় দলের কর্মীদের যুক্ত থাকার কথা অস্বীকার করেছেন।
আরও একধাপ এগিয়ে মুখ্যমন্ত্রী এদিন স্বভাবসিদ্ধ ঢঙে সাংবাদিককে ফেলে পেটানোর ঘটনা সাজানো বলে নস্যাৎ করার চেষ্টা করেছেন।
যদিও ক্যামেরায় সাংবাদিক নিগ্রহ ও তৃণমূল কর্মীদের আস্ফালন- সবই ধরা পড়েছে। প্রকাশ্যে ঘটে যাওয়া এ ধরনের ঘটনাকেও পার্ক স্ট্রিট, কাটোয়া ধর্ষণকাণ্ডের মতো সাজানো বলে দায় এড়াতে চেয়েছেন স্বরাষ্ট্র তথা পুলিশ দফতরের দায়িত্ব হাতে রাখা মুখ্যমন্ত্রী।
উল্লেখ্য, এদিন সকালে দক্ষিণ কলকাতার যাদবপুরের গাঙ্গুলিবাগানে সিপিএমের জোনাল কমিটির কার্যালয় তৃণমূলের ভাঙচুরের ঘটনা কভার করতে যাওয়া সাংবাদিকদের মাটিতে ফেলে বেধড়ক মারা হয়।
বাংলাদেশ সময়: ২১১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১২