কলকাতা: নিজ দলের গোষ্ঠী দ্বন্দ্বের ফলে বর্ধমানের মঙ্গলকোটে খুন হলেন তৃণমূল নেতা শেখ কচি। তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে তিনি খুন হন বলে তার বাড়ির লোকেরা জানিয়েছে।
বুধবার রাতে ঘটনাটি ঘটে। পুলিশ এর তদন্তে নেমেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন রাতে তৃণমূলের পার্টি অফিসের পাশে চায়ের দোকানে বসেছিলেন শেখ কচি। তাকে তৃণমূলের অন্য গোষ্ঠী শেখ আজাদের দলের লোকেরা এসে টেনে নিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে।
কচির বিরুদ্ধে অভিযোগ তিনি তোলাবাজির প্রতিবাদ করেছিলেন। তারপর আজাদের লোকেরা শেখ কচিকে মারধর করে ও কুপিয়ে ফেলে রেখে যায়।
গুরুতর আহত অবস্থায় তাকে মঙ্গলকোট স্বাস্থ্যকেন্দ্র নিয়ে যাওয়া হয়। সেখান থেকে বর্ধমান মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করার হয়। মেডিক্যাল কলেজে শেখ কচির মৃত্যু হয়।
পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। দেহটি ময়্নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, মার্চ ০১, ২০১২