কলকাতা : ফারাক্কা বাঁধ পরিদর্শন করলেন ভারতের পানিসম্পদ মন্ত্রী পবন বনশাল।
এ জন্য গত শুক্রবার বিকেলে বিমানে তিনি নয়াদিল্লি থেকে কলকাতায় পৌঁছান।
ব্যারেজ খতিয়ে দেখে পবন বনশাল বলেন, ব্যারেজের দু’টি লকগেট ভেঙে যাওয়ার বিষয়টি নিছকই দুর্ঘটনা। এতে ভারতের বেশ কিছুটা সমস্যা হবে।
তিনি বলেন, এরপর প্রতি ৫ বছর অন্তর গেট সারানো হবে।
সারাদিন থেকে রাতে কলকাতায় ফিরে যান কেন্দ্রীয় পানিসম্পদ মন্ত্রী।
উল্লেখ্য, বেশ কিছুদিন ধরে ফরাক্কা বাঁধের দু’টি লকগেট ভেঙে যাওয়ায় বাংলাদেশের দিকে বেশিরভাগ পানি চলে যাওয়ার অভিযোগ ছিল। মুখ্যমন্ত্রী মমতা ব্যনার্জিও এ বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। কয়েকদিন আগে একটি লকগেট সারানো হয়েছে। দ্বিতীয়টিও সারানোর কাজ চলছে।
বাংলাদেশ সময় : ২২৪৪ ঘণ্টা, মার্চ০৩, ২০১২
কলকাতা ব্যুরো