ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

রাজ্যে বেড়েছে মাথা পিছু গড় আয়

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩১ ঘণ্টা, মার্চ ৪, ২০১২

আগরতলা (ত্রিপুরা) :  রাজ্যের মানুষের মাথাপিছু আয় গত এক বছরে প্রায় ৬ হাজার টাকা করে বেড়েছে। আয় বর্তমানে রাজ্যের জনপ্রতি মাথাপিছু আয় বেড়ে দাঁড়িয়েছে ৫০ হাজার ৭৫০ টাকা।



সম্প্রতি রাজ্যের অর্থনৈতিক চালচিত্র নিয়ে প্রতিবছরের ন্যায় এ বছরও রিপোর্ট বেড়িয়েছে। ‘ইকোনমিক রিভিউ ২০১০-২০১১’ নামের ওই বইটিতে প্রকাশ করা হয়েছে এ তথ্য।

এ প্রসঙ্গে রাজ্যের অর্থমন্ত্রী বাদল চৌধুরী বলেছেন, ‘রাজ্য সরকার ত্রিপুরার জন্য যে উন্নয়নমূলক কাজ করছে তারই প্রতিফলন ঘটেছে এই রিপোর্টে। সরকারের উন্নয়নমূলক কাজের ফলেই সাধারণ মানুষের আয় উপার্জন দিন দিন বাড়ছে।

রিপোর্টে বলা হয়েছে, ২০১১ থেকে ২০১২ অর্থ বছরে রাজ্যের মানুষের মাথা পিছু আয় ৫০ হাজার ৭৫০ টাকা। ২০১০ থেকে ২০১১ অর্থ বছরে ত্রিপুরার মানুষের গড় মাথাপিছু আয় ছিল ৪৪ হাজার ৯৬৫ টাকা। যার অর্থ, গত এক বছরে প্রায় ৬ হাজার টাকা বেড়েছে মাথা পিছু আয়।

অবশ্য রাজ্যের মাথাপিছু আয় বাড়লেও জাতীয় ক্ষেত্রে মাথাপিছু যে গড় আয় তার তুলনায় ত্রিপুরা অনেকটাই পেছনে।
রিপোর্টে ২০১০-১১ বছরের জাতীয় গড় মাথাপিছু আয়ের তথ্য দিয়েছে। তাতে দেখা গেছে, ওই বছর জাতীয় ক্ষেত্রে মাথাপিছু আয় ছিল ৫৪ হাজার ৫২৭ টাকা। যা ত্রিপুরার মাথা পিছু গড় আয়ের চাইতে ৯ হাজার ৫৬২ টাকা বেশি।

বাংলাদেশ সময় : ০৯০৬ ঘণ্টা, মার্চ ০৩, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।