আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরা রাজ্যের সমস্ত সরকারি কর্মচারী লোকায়ুক্ত আইনের আওতায় আসতে যাচ্ছেন। কয়েক মাস আগেই এই আইনটি রাজ্যে চালু হয়।
এবার এ আইনের আওতায় আনা হচ্ছে সরকারি কর্মচারীদেরও। খুব শিগগিরই বর্তমান আইনটির সংশোধন করে এ ব্যবস্থা করা হবে বলে জানা গেছে।
সম্প্রতি রাজ্যের ১০ জন উচ্চপদস্থ সরকারি আধিকারিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে। ধারণা করা হচ্ছে, এ থেকেই সরকার শিক্ষা নিয়ে কঠোর হতে যাচ্ছে সরকারি কর্মচারীদের দুর্নীতি রুখতে।
২০০৮ সালেই লোকায়ুক্ত আইন পাস হয়েছিল রাজ্য বিধানসভায়। এরপর এ আইনটি রাজ্যে চালু করার জন্য দেশের রাষ্ট্রপতির অনুমোদনের প্রয়োজন ছিল। রাষ্ট্রপতির অনুমোদনের জন্য তা পাঠানো হয়েছিল রাজধানী নয়াদিল্লিতে। সম্প্রতি রাষ্ট্রপতি প্রতিভা দেবী সিং পাতিল স্বাক্ষর করেছেন ত্রিপুরার এ আইনে। ফলে এখন আইন চালু করার ক্ষেত্রে আর কোনো বাধা রইলো না।
উত্তর পূর্বাঞ্চলের মধ্যে ত্রিপুরায়ই প্রথম চালু হয় এ ধরনের একটি আইন। এ আইন অনুযায়ী যে কোনো জনপ্রতিনিধির বিরুদ্ধে অভিযোগ উঠলে তা তদন্ত করা যাবে। লোকায়ুক্ত আইনের আওতায় পড়বেন মুখ্যমন্ত্রী থেকে শুরু করে গ্রাম প্রধান পর্যন্ত।
সমগ্র দেশভর এ ধরনের একটি আইন পাস করানোর জন্য আন্দোলন করছেন সমাজসেবী আন্না হাজারে। তিনি চাইছেন, জন লোকপাল বিল।
বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, মার্চ ০৪, ২০১২