আগরতলা (ত্রিপুরা): বুধবার সংসদে পেশ করা রেল বাজেট নিয়ে ত্রিপুরার বিভিন্ন মহলে ক্ষোভ তৈরি হয়েছে। কারণ সম্পূর্ণ রেল বাজেটে ত্রিপুরার জন্য নতুন কিছুই দেওয়া হয় নি।
ত্রিপুরার পাশাপাশি সমানভাবে উপেক্ষিত দেশের উত্তরপূর্বাঞ্চল। এ অঞ্চলের জন্যও তেমন কোন কথা নেই এবারের বাজেটে।
বুধবার বাজেট পেশ হওয়ার পরই ত্রিপুরার বিভিন্ন জায়গায় মিছিল করে বামপন্থি ছাত্র-যুব সংগঠনগুলি। তারা বলে এই বাজেট কর্মসংস্থান বিরোধী।
ত্রিপুরার শিল্প বাণিজ্য মহলও যথেষ্ট হতাশ এবারের বাজেটে। শিল্প মন্ত্রী জিতেন্দ্র চৌধুরী বলেছেন, এই বাজেট হতাশাব্যঞ্জক।
শিল্প নিগমের চেয়ারম্যান পবিত্র কর বলেছেন, ‘শিল্পায়নের গতি বাধাপ্রাপ্ত হবে এই রেল বাজেটে। কারণ রাজ্যের যে দাবিগুলি ছিল তা একটিও পূরণ হয় নি।
রেল বাজেট নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন পরিবহন মন্ত্রী মানিক দেও।
রাজ্যের শিল্পপতি থেকে শুরু করে ব্যবসায়ীরা সবচেয়ে অসন্তুষ্ট পণ্য মাসুল বৃদ্ধির ঘটনায়। সাধারণভাবেই সমস্যা হয় এই অঞ্চলে পণ্য আনা নেওয়া করতে। তার উপর ২০ শতাংশ বাড়ানো হয়েছে পণ্য মাসুল। যা জিনিসপত্রের দাম আরো বৃদ্ধি ঘটাতে সাহায্য করবে। সমস্যায় পড়বেন সাধারণ মানুষ।
বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, মার্চ ১৫, ২০১২
সম্পাদনা: জাকারিয়া মন্ডল