ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

রেলের অসম্পূর্ণ প্রজেক্ট শেষ করতে চান মুকুল রায়

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৫ ঘণ্টা, মার্চ ২৬, ২০১২

কলকাতা : কেন্দ্রীয় রেলমন্ত্রী মুকুল রায় সোমবার কলকাতার ফেয়ারলি প্লেসে মেট্রো রেল, ইস্টার্ন রেল ও সাউথ ইস্টার্ন রেলের আধিকারিকদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন।
   
এদিনের বৈঠকে রেলগুলির বিভিন্ন প্রজেক্ট যা অসম্পূর্ণ অবস্থায় পড়ে আছে সেগুলি দ্রুত শেষ করতে তিনি তাদের কার্যকরি পদক্ষেপ নিতে অনুরোধ করেন।



এরপর সাংবদ সম্মেলনে তিনি জানান, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে তিনি এই কাজ দ্রুত শেষ করতে চান। কিন্তু তাকে প্রশ্ন করা হয় টাকা আসবে কোথা থেকে?

সদুত্তর দিতে পারেননি রেলমন্ত্রী। এ ছাড়া পণ্যমাশুলের প্রসঙ্গে রেলমন্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি তা এড়িয়ে যান।

নিরাপত্তা ও সুরক্ষাকে তিনি যথেষ্ট গুরুত্ব দেবেন বলেও জানান।

এদিন সাংবাদিকেরা রেলমন্ত্রীকে প্রশ্ন করেন, রেল নিয়ে তার বড় চ্যালেঞ্জ কি? বর্তমানে রেলের আয়-ব্যয়ের অনুপাতের কি হবে?

রেলমন্ত্রী মুকুল রায় বলেন, রেলের আয় ১৯৭৪ পর কোনো দিনই নব্বই শতাংশের নিচে নামেনি।

উল্লেখ্য, এখন রেলে ৯৫ পয়সা ব্যয় করে ১০০ পয়সা আয় করা হয়। পূর্বের রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদী বাজেটে সেটাকে কমিয়ে ৮৫ শতাংশ করতে চেয়ে রেলের ভাড়া বৃদ্ধি করার প্রস্তাব দেন। কিন্তু বর্তমান রেলমন্ত্রী মুকুল রায় বাজেটের জবাবি ভাষণে তা আংশিক প্রত্যাহার করে নেন।

বাংলাদেশ সময় : ১৭০০ ঘণ্টা, মার্চ ২৬, ২০১২

আরডি
সম্পাদনা : আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।