ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

নির্দিষ্ট সময়ের আগেই শেষ হচ্ছে রিহ্যাব ফেয়ার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪০ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২২
নির্দিষ্ট সময়ের আগেই শেষ হচ্ছে রিহ্যাব ফেয়ার

ঢাকা: রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলছে আবাসন খাতের সবচেয়ে বড় আয়োজন রিহ্যাব ফেয়ার। ২১ ডিসেম্বর শুরু হয়ে আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত মেলা চলা কথা থাকলেও তা শেষ হচ্ছে একদিন আগেই।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) মেলায় এ কথা জানান রিহ্যাবের মিডিয়া ও পিআর ডেপুটি ম্যানেজার মো. আবদুর রশিদ।

তিনি বলেন, আগামী ২৬ তারিখ প্রধানমন্ত্রীর অনুষ্ঠান থাকায় মেলা একদিন আগেই শেষ হয়ে যাচ্ছে। ২৪ তারিখের ভেতর মেলা শেষ করতে বলা হয়েছে। ওইদিন রাতের মধ্যেই মেলা প্রাঙ্গণ খালি করতে হবে।

এদিকে একদিন আগে মেলা শেষ হওয়া বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন কর্তৃপক্ষ।

আবদুর রশিদ বলেন, এক বছর আগেই মেলার জন্য শিডিউল নিয়ে রেখেছিলাম। উদ্বোধন অনুষ্ঠানেও গ্রাহকরা জেনেছেন এই মেলা পাঁচদিন হবে। তাই যারা শেষ দিন আসবেন তাদের জন্য কিছুটা বিড়ম্বনা হতে পারে। সাধারণত মেলার শেষ দিনে গ্রাহকের ভিড় বাড়ে এবং বেচা-বিক্রিও ভালো থাকে।

বাংলাদেশ সময়: ১১৩৬ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২২
ইএসএস/এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।