ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বেনাপোল দিয়ে এলো টিসিবির ৩২০০ টন মসুর ডাল 

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৯ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২২
বেনাপোল দিয়ে এলো টিসিবির ৩২০০ টন মসুর ডাল 

বেনাপোল (যশোর): আন্তর্জাতিক বাণিজ্য চুক্তির আওতায় বাংলাদেশ ও ভারতের মধ্যে দিনদিন বাড়ছে আনদানি ও রপ্তানি। বিভিন্ন সময়ে বাংলাদেশের খাদ্য সংকটে পাশে দাঁড়িয়েছে ভারত।

এরই ধারাবাহিকতায় এবার ৩ হাজার ২০০ মেট্রিক টন মসুর ডাল আমদানি করলো বাংলাদেশ। অসহায় নিম্ন আয়ের মানুষ পাবেন এ ডাল। ১ কোটি ১৭ লাখ মানুষের মধ্যে গত ১৭ অক্টোবর থেকে শুরু হয় স্বল্পমূল্যের টিসিবির পণ্য বিক্রি।  

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) চালানটি বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। আরও ১ হাজার মেট্রিক টন মসুর ডাল আসবে বাংলাদেশে।  

ট্রেড কর্পোরেশন অব বাংলাদেশ বাণিজ্য মন্ত্রণালয় (টিসিবি) এ মসুর ডাল আমদানি করলো। এক হাজার ১৩৬ দশমিক ১৩ মার্কিন ডলার মূল্যে প্রতি মেট্রিক টন মসুর ডাল আমদানি করা হয়েছে।
 
এসব ডাল বেনাপোল বন্দর থেকে খালাস করে টিসিবি’র আওতায় দেশের বিভিন্ন স্থানে বিক্রি করা হবে।  

এর আগে, ৪ ডিসেম্বর বেনাপোল দিয়ে টিসিবির জন্য দুই হাজার ২১১ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করা হয়েছিল।  

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বন্দর থেকে এ ডাল খালাস নিতে বেনাপোল কাস্টমস হাউজে প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করেন কনফিডেন্স ট্রেড অ্যাসোসিয়েট নামের একটি সিঅ্যান্ডএফ এজেন্ট।

বেনাপোল চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা কলিম উল্লাহ ও সিএন্ডএফ এজেন্টের মালিক আতিয়ার রহমান জানান, সরকার চার হাজার ২০০ মেট্রিক টন মসুরের ডাল বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে আমদানি করবে। তিন হাজার ২০০ টন ডাল বেনাপোল বন্দরে এসে পৌঁছেছে। বাকি ১০০০ হাজার টন পর্যায়ক্রমে আসবে। মসুরের ডাল আমদানি করতে প্রতি কেজি খরচ পড়ছে ১২৫ টাকা এবং এ বন্দর থেকে দ্রুত খালাস নিয়ে দেশের বিভিন্ন স্থানে পাঠানো হচ্ছে। বন্দর থেকে দ্রুত দেশের বিভিন্ন গন্তব্যে পৌঁছাতে সব ধরনের সহযোগিতা করছেন তারা

গত ৪ ডিসেম্বর এ বন্দর দিয়ে ভারত থেকে টিসিবির জন্য ৮৭ ট্রাকে দুই হাজার ২১১ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করে দেশের বিভিন্ন স্থানে বিক্রির জন্য পাঠানো হয়। প্রতি মেট্রিক টন ৩১৯ মার্কিন ডলার মূল্যে এ পেঁয়াজ আমদানি করা হয়। আমদানি মূল্যের ওপর ১০ শতাংশ শুল্ক কর দিয়ে প্রতি কেজি পেঁয়াজের আমদানি খরচ পড়েছে ৩৭ টাকা ৮৯ পয়সা।

বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২২
জেএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।