ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

‘এক সপ্তাহের মধ্যে মুন্সিগঞ্জের স্বর্ণ ব্যবসায়ীরা এক ছাতার নিচে আসবেন’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৭ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২২
‘এক সপ্তাহের মধ্যে মুন্সিগঞ্জের স্বর্ণ ব্যবসায়ীরা এক ছাতার নিচে আসবেন’

মুন্সিগঞ্জ: আগামী এক সপ্তাহের মধ্যে মুন্সিগঞ্জ জেলার সব স্বর্ণ ব্যবসায়ী একই ছাতার নিচে আসবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) নেতারা।

শুক্রবার (৩০ ডিসেম্বর) দুপুরে মুন্সিগঞ্জ স্বর্ণশিল্পালয় সংগঠনের সঙ্গে মতবিনিময় সভায় তারা এ আশাবাদ ব্যক্ত করেন।

 

মুন্সিগঞ্জ শহরের ফ্রেন্ডস কিচেন রেস্টুরেন্টে এ সভা হয়। এতে জেলার সব স্বর্ণ ব্যবসায়ী ছাড়াও বাজুসের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।  

সভায় মুন্সীগঞ্জ জেলার বা‌লিগাঁও বাজারে বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) রাতে ডাকাতি হওয়া স্বর্ণ ও মালামাল উদ্ধা‌রে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানান বক্তারা। সেইসঙ্গে দেশের সব স্বর্ণ ব্যবসায়ীর নিরাপত্তা নিশ্চিতের দাবি জানানো হয়।

মুন্সিগঞ্জ স্বর্ণশিল্পালয় সংগঠনের জেলা সভাপতি অজয় কর্মকার পুটুর সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য দেন বাজুসের সাবেক সভাপতি ও বর্তমান স্ট্যান্ডিং কমিটি অন ডিস্ট্রিক মনিটরিংয়ের চেয়ারম্যান ডা. দিলীপ কুমার রায়।

আরও বক্তব্য দেন বাজুসের সহ-সম্পাদক নারায়ণ চন্দ্র দে, কার্যনির্বাহী সদস্য মো. রিপনুল হাসান, সাবেক কোষাধ্যক্ষ ও বর্তমান কার্যনিবাহী সদস্য পবিত্র চন্দ্র ঘোষ এবং মুন্সিগঞ্জ জেলা স্বর্ণশিল্পালয় সংগঠনের সাধারণ সম্পাদক লক্ষণ মুখার্জি।

বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২২
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।