ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী 

নিজস্ব প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২৩
কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী  মোস্তফা আজাদ চৌধুরী বাবু। ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হলেন চাষী কোল্ড স্টোরেজ (প্রা.) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা আজাদ চৌধুরী বাবু।

গত শনিবার (২৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।

যেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে মোস্তফা আজাদ চৌধুরী বাবু ও মোহাম্মদ ইউনুস প্যানেল।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে মোস্তফা আজাদ চৌধুরী বাবুকে সভাপতি ঘোষণা করে বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন।

সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন হিমাদ্রী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইশতিয়াক আহমেদ। সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ফাইভ স্টার আইস অ্যান্ড কোল্ড স্টোরেজ (প্রা.) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইউনুস।

কৃষিপণ্য সংরক্ষণ ও সরবরাহ ব্যবস্থার উন্নয়নে সারাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা হিমাগারগুলোর আধুনিকায়কে বিশেষ গুরুত্বের সঙ্গে দেখছে নতুন নেতৃত্ব। পাশাপাশি, আলুসহ অন্যান্য শাক-সবজির উৎপাদন বৃদ্ধি, কৃষিপণ্য বহুমুখীকরণ এবং রফতানি সম্প্রসারণে আরও জোরালোভাবে কাজ করার ঘোষণা দেন তারা।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২৩
এমকে/এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।