ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

গরুর চামড়ার দাম ৮ টাকা বাড়ানোর প্রস্তাব বাণিজ্য মন্ত্রণালয়ের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৬ ঘণ্টা, জুন ২৫, ২০২৩
গরুর চামড়ার দাম ৮ টাকা বাড়ানোর প্রস্তাব বাণিজ্য মন্ত্রণালয়ের ফাইল ছবি

ঢাকা: ঈদুল আজহাকে কেন্দ্র করে ঢাকায় প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর চামড়ার দাম ৮ টাকা বাড়ানোর প্রস্তাব করেছে বাণিজ্য মন্ত্রণালয়।

রোববার (২৫ জুন) বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে কাঁচা চামড়ার মূল্য নির্ধারণ ও সুষ্ঠু ব্যবস্থাপনার লক্ষ্যে বৈঠক শুরু হয়।

 

এই বৈঠক থেকেই এ বছরের চামড়ার দাম নির্ধারণ করা হবে। সভা শেষে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি চামড়ার নতুন দাম ঘোষণা দেবেন।

বৈঠক সূত্রে জানা গেছে, সরকারের পক্ষ থেকে ঢাকায় প্রতি বর্গফুট চামড়া ৫৫ থেকে ৬০ টাকা, ঢাকার বাইরে ৫০ থেকে ৫৫ টাকা প্রস্তাব করা হয়েছে। গত বছর ঢাকায় এই দাম ছিল ৪৭ থেকে ৫২ টাকা এবং ঢাকার বাইরে ছিল প্রতি বর্গফুট ৪০ থেকে ৪৪ টাকা।

এছাড়া গত বছর প্রতি বর্গফুট খাসির চামড়া ১৮ থেকে ২০ টাকা, বকরির চামড়া প্রতি বর্গফুট ১২ থেকে ১৪ টাকা নির্ধারণ করা হয়। সেবার ঢাকায় ও ঢাকার বাইরে বকরি ও খাসির চামড়ার দাম একই ছিল।

বাংলাদেশ সময়: ১২০১ ঘণ্টা, জুন ২৫, ২০২৩
জিসিজি/এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।