ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বঙ্গবন্ধু সেতুতে ২৪ ঘণ্টায় সাড়ে ৩ কোটি টাকার টোল আদায়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৭ ঘণ্টা, জুন ২৮, ২০২৩
বঙ্গবন্ধু সেতুতে ২৪ ঘণ্টায় সাড়ে ৩ কোটি টাকার টোল আদায়

সিরাজগঞ্জ: ঈদে ঘরে ফেরা মানুষবাহী যানবাহনের চাপ ক্রমাগত বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতুর ওপর দিয়ে ৫৫ হাজারেরও বেশি যানবাহন পারাপার হয়েছে।

এতে টোল আদায় হয়েছে সাড়ে তিন কোটি টাকারও বেশি। এটি সর্বোচ্চ টোল আদায়।  

বুধবার (২৮ জুন) সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল।  

তিনি জানান, মঙ্গলবার (২৭ জুন) রাত ১২টা পর্যন্ত সেতুতে যানবাহন চলাচল করেছে ৫৫ হাজার ৪৮৮টি। এর মধ্যে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী লেনে ৩৬ হাজার ৪৯১ এবং ঢাকামুখী লেনে চলেছে ১৮ হাজার ৯৯৭টি যানবাহন।

মোট টোল আদায় ৩ কোটি ৫৮ লাখ ৪০ হাজার ২০০ টাকা। পূর্ব টোলপ্লাজায় ২ কোটি ৬ লাখ ৬৯ হাজার ৭৫০ টাকা এবং পশ্চিম টোলপ্লাজায় ১ কোটি ৫১ লাখ ৭০ হাজার ৪৫০ টাকা।  

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, জুন ২৮, ২০২৩ 
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।