ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

তৃতীয় মাত্রার জিল্লুর রহমানের ব্যাংক হিসাব তলব

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৬ ঘণ্টা, আগস্ট ১০, ২০২৩
তৃতীয় মাত্রার জিল্লুর রহমানের ব্যাংক হিসাব তলব জিল্লুর রহমান

ঢাকা: চ্যানেল আইয়ের জনপ্রিয় টকশো ‘তৃতীয় মাত্রা’র উপস্থাপক জিল্লুর রহমানের ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।  

সম্প্রতি সব ব্যাংকে চিঠি দিয়ে আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে জিল্লুর রহমানের লেনদেনসহ অ্যাকাউন্ট সম্পর্কিত যাবতীয় তথ্য দিতে বলা হয়েছে।

উপস্থাপনার পাশাপাশি জিল্লুর রহমান ঢাকার থিঙ্কট্যাঙ্ক ও গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের (সিজিএস) নির্বাহী পরিচালক। এই প্রতিষ্ঠানের লেনদেনের তথ্যও চাওয়া হয়েছে।

মানি লন্ডারিং ও সন্ত্রাসী অর্থায়ন প্রতিরোধে গঠিত রাষ্ট্রীয় কেন্দ্রীয় সংস্থা বিএফআইইউর চিঠিতে জিল্লুর রহমান এবং সিজিএসের অ্যাকাউন্ট খোলার ফরম, লেনদেনের বিবরণসহ যাবতীয় তথ্য ব্যাংকগুলোকে পাঠাতে বলা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১২০৭ ঘণ্টা,আগস্ট ১০, ২০২৩
এসআইএস  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।