ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

৫ দিনে রেমিট্যান্স এলো সাড়ে ৪৫ কোটি ডলার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪১ ঘণ্টা, এপ্রিল ৮, ২০২৪
৫ দিনে রেমিট্যান্স এলো সাড়ে ৪৫ কোটি ডলার

ঢাকা: সাধারণত রোজার মাসে প্রবাসী আয় বা রেমিট্যান্স বেশি আসে। সে হিসাবে গত মার্চের ৩০ দিনে প্রবাসী আয় তেমন পরিমাণে আসেনি, তুলনামূলক কিছুটা কম ছিল।

কিন্তু এপ্রিলের পাঁচ দিনে প্রবাসীরা বেশি রেমিট্যান্স পাঠিয়ে আগের মাসের ঘাটতি মিটিয়ে দিয়েছেন।

সোমবার (৮ এপ্রিল) বাংলাদেশ ব্যাংক রেমিট্যান্সের নতুন তথ্য জানিয়েছে। তথ্য বলছে, এপ্রিলের প্রথম পাঁচ দিনে দেশে প্রবাসী আয় এসেছে ৪৫ কোটি ৫৪ লাখ ২০ হাজার ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৪ হাজার ৯৮৬ কোটি ৮৪ লাখ টাকা।

প্রতিদিন গড়ে নয় কোটি ১০ লাখ ৮৪ হাজার ডলার রেমিট্যান্স এসেছে। এ প্রবাসী আয় আগের মাসগুলোর তুলনায় বেশি। মার্চ মাসে প্রতিদিন গড়ে প্রবাসী আয় আসে ছয় কোটি ৬৫ লাখ ৫২ হাজার ডলার। আগের মাস ফেব্রুয়ারিতে প্রতিদিন প্রবাসী আয় আসে সাত হাজার ৬৬ লাখ ৪০ হাজার ডলার।  

পাঁচ দিনে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে তিন কোটি ৮৫ লাখ ৫০ হাজার ডলার। কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে দুই কোটি ৭৩ লাখ ৪০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে ৩৮ কোটি ৭৭ লাখ ৭০ হাজার ডলার। আর দেশে ব্যবসারত বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৭ লাখ ৬০ হাজার ডলার।

বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, এপ্রিল ৮, ২০২৪
জেডএ/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।