ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

প্রধান উপদেষ্টার ত্রাণ সহায়তা দিতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে সহায়তার নির্দেশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৭ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২৪
প্রধান উপদেষ্টার ত্রাণ সহায়তা দিতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে সহায়তার নির্দেশ

ঢাকা: বন্যাদুর্গত এলাকার মানুষের সহায়তার জন্য প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ত্রাণ ও কল্যাণ তহবিলে অর্থ দিতে সকল ব্যাংক ও অ-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

রোববার (২৫ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে এ সম্পর্কিত একটি সার্কুলার জারি করে সকল তফসিলি ব্যাংক ও অ-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের পাঠানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে, ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম ও কুমিল্লাসহ বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির কারণে বিভিন্ন অঞ্চল ও রাস্তাঘাট প্লাবিত হওয়াসহ ঘরবাড়ি, ফসল ও গবাদি পশুর ব্যাপক ক্ষতি হয়েছে। অন্যদিকে, অতিবৃষ্টির ফলে খাগড়াছড়ি জেলাতেও বন্যা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটেছে। আকস্মিক ফ্ল্যাশ ফ্লাড, অতিবৃষ্টি ও জলাবদ্ধতার কারণে উক্ত অঞ্চলসমূহের মানুষ আশ্রয়হীন হয়ে মানবেতর জীবনযাপন করছে।

এ অবস্থায়, এই সার্কুলারের নির্দেশনার আলোকে কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের আওতায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত অঞ্চলের অসহায় জনগোষ্ঠীর সাহায্যার্থে অবিলম্বে প্রয়োজনীয় আর্থিক সহায়তা ও ত্রাণসামগ্রী সংগ্রহের প্রয়োজন হবে। এ সহায়তা প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে প্রদান করা যেতে পারে।

প্রধান উপদেষ্টার তহবিলে আর্থিক সহায়তা ও ত্রাণসামগ্রী দেওয়ার পর তা ডিজাস্টার ম্যানেজমেন্ট উপখাতে দেখানোরও নির্দেশনা দেওয়া হয় সার্কুলারে।

বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২৪
জেডএ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।