ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ছয় ব্যাংকের এমডি ছুটিতে: যেভাবে চলবে কার্যক্রম

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৫ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২৫
ছয় ব্যাংকের এমডি ছুটিতে: যেভাবে চলবে কার্যক্রম

ঢাকা: ছয় ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহীদের ছুটিতে পাঠানোর পর তাদের দায়িত্ব পালন করবেন ব্যাংকগুলোর উপ-ব্যবস্থাপনা পরিচালকরা (ডিএমডি)। এসব ব্যাংকে নিয়মিত কার্যক্রমের পাশাপাশি ব্যাংকের পরিচালনা পরিষদেও তারা পরিচালক হিসাবে দায়িত্ব পালন করবেন।

গত শনিবার (৪ জানুয়ারি)  ইসলামী ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এবং পরদিন রোববার (৫ রোববার) এক্সিম ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক এবং আইসিবি ইসলামী ব্যাংকের এমডিদের বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়।  

আর এসব ব্যাংকের পাঁচটিতে নির্বাহী পরিচালক ও প্রধান নির্বাহীর দায়িত্ব পালন করবেন স্ব স্ব ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকরা। চলতি দায়িত্ব পাওয়া এসব কর্মকর্তা একই সঙ্গে পর্ষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।  

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হুসনে আরা শিখা বলেন, ছয় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে ছুটিতে পাঠানোর বিষয়টি স্ব স্ব ব্যাংকের বোর্ডের সম্মিলিত সিদ্ধান্ত। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এসব ব্যাংকের অ্যাসেট কোয়ালিটি রিভিউ করার জন্য কাজ শুরু হয়েছে, একটি অডিট কার্যক্রম শুরু হবে। এসব ব্যবস্থাপনা পরিচালক যেন এই প্রক্রিয়ায় কোনোরকম হস্তক্ষেপ করতে না পারেন, সেজন্য তাদের এই সাময়িক ছুটিতে পাঠানো হয়েছে।  

তিনি আরও বলেন, অডিটে এসব এমডির যদি কোনো ধরনের অনিয়মে সম্পৃক্ততা না পাওয়া যায়, তাহলে তারা আবার কাজে যোগদান করবেন। যদি তাদের কোনো ধরনের সম্পৃক্ততা পাওয়া যায় তাদের বিরুদ্ধে চিন্তাভাবনা করতে হতে পারে। ছয় ব্যাংকের এমডির বিষয়ে যা করা হচ্ছে বাংলাদেশ ব্যাংক আন্তর্জাতিক রীতি মেনে করছে।

ছুটিতে পাঠানো ছয় এমডির মধ্যে আইসিবি ইসলামিক ব্যাংকের এমডি মুহাম্মদ শফিক বিন আব্দুল্লাহর মেয়াদ আগেই শেষ হয়েছে। গত ডিসেম্বরে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকের নির্বাহী পরিচালক মজিবুর রহমানকে এ দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করে যাবেন।

ইউনিয়ন ব্যাংকের এবিএম মোকাম্মেল হক চৌধুরী অক্টোবর থেকেই কর্মক্ষেত্রে অনুপস্থিত রয়েছেন। এজন্য ব্যাংকটির পর্ষদ উপব্যবস্থাপনা পরিচালক শফিউদ্দিন আহমেদকে ভারপ্রাপ্ত এমডির দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি নিরীক্ষা চলাকালিন সময়ে এই দায়িত্ব পালন করে যাবেন।  

এক্সিম ব্যাংকের বর্তমান এমডিকে ছুটিতে পাঠানোর পর দায়িত্ব পালন করেছেন ব্যাংকটির উপমহাব্যবস্থাপনা পরিচাল মো. জসিম উদ্দিন ভূইয়া। নিরীক্ষাকালীন সময়ে তিনি ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক হিসাবে দায়িত্ব পালন করে যাবেন।

এছাড়া সোশ্যাল ইসলামী ব্যাংক আগের ব্যবস্থাপনা পরিচালক হিসাবে দায়িত্ব পালন করবেন ব্যাংকটি উপব্যবস্থাপনা পরিচালক নাজমুস সাদাত, গ্লোবাল ইসলামী ব্যাংকেও একজন উপমহাব্যবস্থাপক এমডির চলতি দায়িত্ব পালন করবেন।

বাংলাদেশ ব্যাংক ব্যাংকের অন্য একটি সূত্র বাংলানিউজকে জানায়, চলতি সপ্তাহ থেকেই এ ছয়টি ব্যাংকের অ্যাসেট কোয়ালিটি নিরূপণের জন্য ফরেনসিক অডিট শুরু হবে। এজন্য বিশ্বখ্যাত দুটি প্রতিষ্ঠান কেপিএমজি ও আর্নস্ট অ্যান্ড ইয়ংকে দায়িত্ব দেওয়া হচ্ছে। যে দুটি প্রতিষ্ঠান তিনটি করে ব্যাংকে নিরীক্ষা চালাবে। হস্তক্ষেপমুক্তভাবে এই নিরীক্ষা কাজ সম্পন্ন হওয়ার পর পরই এমডিদের ছুটিতে পাঠানো হলো। আগামী তিন মাসের মধ্যেই এ নিরীক্ষা প্রতিবেদন চূড়ান্ত হবে। ছয়টি ব্যাংকের নিরীক্ষা শেষ হলে বাকি ব্যাংকগুলোর নিরীক্ষা শুরু হবে। এ নিরীক্ষায় দোষী প্রমাণিত হলে ছুটিতে থাকা এমডিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অপরাধ সংশ্লিষ্টতা না পেলে তারা ব্যাংকে নিয়োগ পাবেন।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২৫
জেডএ/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।