ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

গাজীপুরে যানবাহন ভাঙচুর ও কারখানায় আগুন দিলেন বেক্সিমকোর শ্রমিকেরা

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৩ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৫
গাজীপুরে যানবাহন ভাঙচুর ও কারখানায় আগুন দিলেন বেক্সিমকোর শ্রমিকেরা

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের সারাবো এলাকায় অবস্থিত বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। এ সময় শ্রমিকরা একটি পোশাক কারখানা এবং বেশ কিছু যানবাহনে অগ্নিসংযোগ ও ভাঙচুর করে।

শ্রমিকদের হামলায় গাজীপুরের স্থানীয় ৪ জন সাংবাদিক আহত হয়েছেন।  

বুধবার (২২ জানুয়ারি) বিকেলে চন্দ্রা- নবীনগর সড়কে এ ঘটনা ঘটেছে।

পুলিশ, শ্রমিক ও এলাকাবাসী জানায়, গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর থানাধীন সারাবো এলাকায় বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকরা কিছুদিন ধরে বিক্ষোভ ও শ্রমিক সমাবেশ করে আসছিল। কিন্তু কর্তৃপক্ষ কারখানা খুলে দেয়নি। একপর্যায়ে বুধবার বিকেলে ওই কারখানার শত শত শ্রমিক কারখানার সামনে জড়ো হয়। পরে শ্রমিকরা চক্রবর্তী এলাকায় চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ ও বিক্ষোভ করে। এ সময় উত্তেজিত শ্রমিকরা বেশ কয়েকটি যানবাহনে অগ্নিসংযোগ ও ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এ সময় পুলিশ ও শ্রমিকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পরে পরিস্থিতির স্বাভাবিক হয়।  

এছাড়াও শ্রমিকরা কাশিমপুরের চক্রবর্তী এলাকায় গ্রামীণ ফেব্রিক্স নামে একটি কারখানায় অগ্নিসংযোগ করে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

গাজীপুর মেট্রোপলিটনের কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, শ্রমিকরা বেশ কিছু যানবাহনে অগ্নিসংযোগ ও ভাঙচুর করেছে। এছাড়াও একটি পোশাক কারখানায় অগ্নিসংযোগ করেছে। পরে পুলিশ রাত সাড়ে ৮ টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার মো: মিজানুর রহমান জানান, বিক্ষুব্ধ শ্রমিকরা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

বাংলাদেশ সময়: ২২১৬ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৫
আরএস/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।