ঢাকা: সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২৫ মার্চ) পুঁজিবাজারে সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন কমলেও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেড়েছে।
ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, মঙ্গলবার ডিএসই প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১৭ পয়েন্ট বেড়ে পাঁচ হাজার ২শ ১৪ পয়েন্টে অবস্থান করছে। অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক এক পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ছয় পয়েন্ট বেড়ে যথাক্রমে ১১৬৮ ও ১৯১৮ পয়েন্টে অবস্থান করছে।
ডিএসইতে ৩৮৬ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবসে চেয়ে ১১৮ কোটি টাকার লেনদেন কমেছে। আগের দিন ডিএসইতে ৫০৪ কোটি ২৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।
মঙ্গলবার ডিএসইতে ৩৯৭টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এগুলোর মধ্যে দাম বেড়েছে ২২০টি কোম্পানির, কমেছে ৯৭ এবং অপরিবর্তিত রয়েছে ৮০ কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর।
লেনদেনের শীর্ষে থাকা ১০ প্রতিষ্ঠানগুলো, ওরিয়ন ইনফিউশন, বেক্সিমকো ফার্মা, লংকাবাংলা ফাইন্যান্স, শাইনপুকুর সিরামিক্স, সি-পার্ল, বিচ হ্যাচারি, স্কয়ার ফার্মা, উত্তরা ব্যাংক, সানলাইফ ইন্স্যুরেন্স ও ইন্ট্রাকো।
অপর শেয়ারবাজার সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৫৫৮ পয়েন্টে। সিএসইতে হাত বদল হওয়া ১৭৮টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৮০টির, কমেছে ৬৬টি এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির কোম্পানির শেয়ার দর।
মঙ্গলবার সিএসইতে ২০ কোটি ৩০ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে প্রায় সাত কোটি টাকার লেনদেন বেড়েছে। আগের দিন সিএসইতে লেনদেন হয়েছিল ১৩ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।
বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, মার্চ ২৫, ২০২৫
এসএমএকে/এএটি