ঢাকা, রবিবার, ১৬ চৈত্র ১৪৩১, ৩০ মার্চ ২০২৫, ২৯ রমজান ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সাইফুজ্জামান শিখরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে: শ্রম উপদেষ্টা

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩২ ঘণ্টা, মার্চ ২৭, ২০২৫
সাইফুজ্জামান শিখরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে: শ্রম উপদেষ্টা সাবেক এমপি সাইফুজ্জামান শিখর

ঢাকা: রোয়ার গ্রুপের মালিক সাবেক এমপি সাইফুজ্জামান শিখরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

বৃহস্পতিবার (২৭ মার্চ)  দুপুরে সচিবালয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে শ্রমিকদের বেতন, বোনাসসহ যাবতীয় পাওনাদি পরিশোধ বিষয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

 

ড. এম সাখাওয়াত হোসেন বলেন, আওয়ামী লীগ নেতা ও সাবেক এমপি সাইফুজ্জামান শিখর পলাতক আছেন। তার কারখানা ময়মনসিংহের ভালুকায়। মালিক পলাতক থাকা অবস্থায়ও শ্রমিকরা কাজ করেছেন। এখন বেতন দেওয়ার মতো লোক নেই। সেজন্য একটা কমিটি গঠনের মাধ্যমে আমাদের তরফ থেকে বেতনের বন্দোবস্ত করে দিয়েছি। রোয়ার ফ্যাশনের জন্য শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কেন্দ্রীয় তহবিলের আপদকালীন হিসাব থেকে এক কোটি ২৩ লাখ ৩৫ হাজার ৫৩৪ টাকা দিয়ে দেওয়া হয়েছে।

এরপর তিনি বলেন, সাইফুজ্জামান শিখরের বিষয়ে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছে। দু-এক দিনের মধ্যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে।  

ঈদের আগে শ্রমিকের বেতন দিতে পারছে না এমন ৫টি কারখানার সমস্যা সমাধান করা হচ্ছে জানান ড. এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, এখন আর কেউ নেই যে, বেতন দিচ্ছে না। সবাই বেতন দিয়েছে। যারা বেতন না দেওয়ার কারণে বিদেশে গমনে নিষেধাজ্ঞায় পড়েছেন। তারা বেতন দিয়েছেন মর্মে প্রমাণ দিলে বিদেশে যেতে পারবেন।

টিএনডেজ নামের একটি কারখানা প্রসঙ্গে শ্রম উপদেষ্টা বলেন, টিএনজেড এর মালিক অসুস্থ। মালিকপক্ষ গাড়ি বিক্রি করে শ্রমিকের বেতন দিচ্ছেন। এটা মনে হয় বাংলাদেশে প্রথম।

ড. এম সাখাওয়াত হোসেন বলেন, মাহমুদ গ্রুপের দুটি কারখানার শ্রমিকের বেতন বাবদ বাংলাদেশ ব্যাংক থেকে ১১ কোটি টাকা ছাড় করা হয়েছে। স্টাইলক্রাফট ও ইয়াং ওয়ান লিমিটেডের বিষয়ে একটা মিটিং হয়েছে। মীমাংসা হয়েছে। মোট পাঁচটি কারখানায় সমস্যা ছিল। আমরা সমাধান করার চেষ্টা করেছি।

এর আগে, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় সাইফুজ্জামান শিখর ও তার স্ত্রী সীমা রহমানের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেন আদালত।

সাইফুজ্জামান শিখর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী একান্ত সচিব ছিলেন। ২০১৮ সালে নির্বাচনে তিনি মাগুরা-১ আসনের এমপি হন। তার বাবা মোহাম্মদ আসাদুজ্জামান মাগুড়া-১ আসনের সংসদ সদস্য ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, মার্চ ২৭, ২০২৫
জিসিজি/এসএএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।