লালমনিরহাট: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা নয়দিনের ছুটিতে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে বন্ধ থাকছে পণ্য আমদানি-রপ্তানি।
বৃহস্পতিবার (২৭ মার্চ) ছুটির আগে শেষ কর্মদিবস হিসেবে ব্যাপক ব্যস্ততা ছিল বন্দরে।
বুড়িমারী স্থলবন্দরের সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নিয়াজ নাহিদ স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে জানা গেছে, ধর্মপ্রাণ মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদ উল ফিতরের ছুটির বিষয়ে বুড়িমারী স্থলবন্দর ও ভারতের চ্যাংরাবান্ধা স্থালবন্দরের ব্যবসায়ীদের সব সংগঠনের নেতাদের জরুরি বৈঠক হয়। বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক শনিবার (২৯ মার্চ) থেকে পরবর্তী শনিবার (৫ এপ্রিল পর্যন্ত বুড়িমারী স্থলবন্দরে সব ধরনের আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। ফলে বৃহস্পতিবার ২৭ মার্চ ছিল ছুটির আগে শেষ কর্মদিবস। সে হিসেবে শুক্রবার ২৮ মার্চ থেকে পরের সপ্তাহের শনিবার (৫ এপ্রিল) পর্যন্ত টানা নয়দিন বন্ধ থাকবে বুড়িমারী স্থলবন্দর। আগামী ৬ এপ্রিল রোববার যথারীতি বন্দরের কার্যক্রম স্বাভাবিক থাকবে। তবে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে। উভয় দেশের কাস্টমস, বন্দর কর্তৃপক্ষ ও ব্যবসায়ী সংগঠনগুলোর মাঝে ছুটির চিঠি বিনিময় করা হয়েছে।
বুড়িমারী স্থলবন্দরের সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক হোসেন ও বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল ইসলাম বলেন, দুই দেশের ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা সাপেক্ষে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বুড়িমারী স্থলবন্দরের শুল্ক স্টেশন ও সিএনএফ কার্যক্রম সাপ্তাহিক ছুটিসহ নয়দিন বন্ধ থাকবে। আগামী ৬ এপ্রিল রোববার বুড়িমারী স্থলবন্দরের কার্যক্রম স্বাভাবিক হবে।
বুড়িমারী স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা রাহাত হোসেন সত্যতা নিশ্চিত করে বলেন, উভয় দেশের ব্যবসায়ীদের মধ্যে আলোচনার মাধ্যমে আমদানি-রপ্তানি নয়দিন বন্ধ থাকলেও রাজস্ব কার্যক্রম সরকারি ছুটির দিন বাদে খোলা থাকবে।
বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, মার্চ ২৮, ২০২৫
এসআই