ঢাকা, রবিবার, ২৯ চৈত্র ১৪৩১, ১৩ এপ্রিল ২০২৫, ১৪ শাওয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ট্রান্সশিপমেন্ট বাতিল: বেনাপোল থেকে ঢাকায় ফিরল ৪ ট্রাক পণ্য 

উপজেলা করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৬ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২৫
ট্রান্সশিপমেন্ট বাতিল: বেনাপোল থেকে ঢাকায় ফিরল ৪ ট্রাক পণ্য 

বেনাপোল (যশোর): ভারত ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রত্যাহার করায় পণ্য বোঝাই চারটি ট্রাক বেনাপোল থেকে ঢাকায় ফেরত গেছে।  

বুধবার (৯ এপ্রিল) দিনভর বেনাপোল বন্দর এলাকায় অবস্থান করে ভারতে ঢুকতে না পেরে  সন্ধ্যায় ঢাকায় ফেরত যায় ট্রাকগুলো।

জানা যায়, বন্দর থেকে ফেরত যাওয়া পণ্যের রপ্তানিকারক প্রতিষ্ঠান ডিএসভি এয়ার অ্যান্ড সি লিমিটেড।

বেনাপোল বন্দর উপ-পরিচালক মামুন কবির তরফদার জানান, ভারতে যাওয়ার জন্য ঢাকা থেকে আসা পণ্য বোঝাই চারটি ট্রাক বেনাপোল থেকে আবার ঢাকায় ফিরে গেছে । আগের অনুমতি থাকা পণ্য ভারতে প্রবেশে বাধা নেই। তবে ভারত নিষেধাজ্ঞা দেওয়ায় এখন নতুন করে কোনো রপ্তানি করা গার্মেন্টস পণ্য  ভারতে যেতে পারবে না।

বেনাপোল আমদানি-রপ্তানি সমিতির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া জানান, আশা রাখছি, ভারত সরকার ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রত্যাহারের এ সিদ্ধান্ত পরিহার করে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ধরে রাখবে।

এর আগে গত মঙ্গলবার (৮ এপ্রিল) ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশের পণ্য তৃতীয় কোনো দেশে যাওয়ার সুবিধা বাতিল করে দেশটি।

বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, এপ্রিল ১০,  ২০২৫
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।