ঢাকা: টানা নয় কার্যদিবস পর রোববার (২৭ এপ্রিল) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে। তবে সূচকের পতনের মধ্য দিয়েই লেনদেন শেষ করেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)।
ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, রোববার ডিএসই প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ২২ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯৯৫ পয়েন্টে অবস্থান করছে। অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ১৬ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ২২ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১১০৮ ও ১৮৫২ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে ৩৩৮ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবসের চেয়ে প্রায় ২৯ কোটি টাকার লেনদেন কমেছে। আগের দিন ডিএসইতে ৩৬৭ কোটি ১৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।
রোববার ডিএসইতে ৩৯৭টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এগুলোর মধ্যে দাম বেড়েছে ২৩৫টি কোম্পানির, কমেছে ৯৯টি এবং অপরিবর্তিত রয়েছে ৬৩টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর।
এদিন লেনদেনের শীর্ষে থাকা ১০ প্রতিষ্ঠান হলো: বিচ হ্যাচারি, মিডল্যান্ড ব্যাংক, শাহজিবাজার পাওয়ার, লাভেলো আইসক্রিম, গ্রামীণ ফোন, বিএসসি, মীর আকতার, শাইনপুকুর সিরামিক, ফাইন ফুডস ও রিলায়েন্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৯৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩ হাজার ৮৬০ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২১০টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৮২টির, কমেছে ১০০টি এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির কোম্পানির শেয়ার দর।
রোববার সিএসইতে ৬ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ৩০ লাখ টাকার লেনদেন কমেছে। আগের দিন সিএসইতে ৭ কোটি ১৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।
বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২৫
এসএমএকে/আরআইএস
বাংলাদেশ সময়: ৬:১২ পিএম, এপ্রিল ২৭, ২০২৫ /