ঢাকা, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

এনবিআর নিয়ে নতুন অধ্যাদেশে সবার স্বার্থ সংরক্ষিত আছে: অর্থ উপদেষ্টা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৯, মে ১৩, ২০২৫
এনবিআর নিয়ে নতুন অধ্যাদেশে সবার স্বার্থ সংরক্ষিত আছে: অর্থ উপদেষ্টা সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন অর্থ উপদেষ্টা।

ঢাকা: জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) নিয়ে যে নতুন অধ্যাদেশ করা হয়েছে সেখানে সবার স্বার্থ সংরক্ষিত আছে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

মঙ্গলবার (১৩ মে) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নতুন ভবনে অর্থ উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

কাস্টমস কর্মকর্তারা অভিযোগ করছেন তাদের মতামতকে গুরুত্ব না দিয়ে এনবিআরের অর্ডিন্যান্স করা হয়েছে- এমন প্রশ্নের উত্তরে অর্থ উপদেষ্টা বলেন, আমরা এ ব্যাপারে কিছুই বলতে চাই না। তারা যা বলার বলবে। আপনারা বিষয়টা ভালো করে পড়বেন। দেখবেন তাদের স্বার্থ সংরক্ষিত আছে। সুতরাং তাদের দুশ্চিন্তা করার কিছুই নেই। এনবিআর যেভাবে আছে তাদের টার্মস অব রেফারেন্স অনুযায়ী একটা ইন্টারন্যাশনাল প্র্যাকটিস।

তিনি আরও বলেন, পলিসি ডিভিশন আর ইমপ্লিমেন্টেশন ডিভিশন এক থাকে না। সব দেশেই আলাদা থাকে। পলিসি ডিভিশনটা একটু প্রফেশনাল লোক দিয়ে কাজ করতে হয়। অর্থনৈতিক পরিসংখ্যান এবং জিডিপি সম্পর্কে ধারণা থাকতে হয়। আর এনবিআর করবে এটা ইমপ্লিমেন্ট। এনবিআর যদি এটা পলিসিও করে (যাদের কাজ হলো কালেক্ট করা) তাদের একটা ইন্টারেস্ট থাকে। আমি একটা পলিসি করলাম আবার আমি আদায়ও করলাম।

সালেহউদ্দিন বলেন, আমি বলবো অধ্যাদেশ অন্তত চিন্তিতভাবে করা হয়েছে। ওদের সঙ্গে যে আলাপ করা হয়নি তা না। এনবিআরের হাজার হাজার লোকের সঙ্গে তো আলোচনা করা যায় না। যারা মেম্বার বা সদস্য অবশ্যই তাদের সঙ্গে আলোচনা করা হয়েছে। আবার প্রশাসনের লোকের কিছু মন্তব্য আছে। তাদের সঙ্গেও আলোচনা করা হয়েছে।

রাজস্ব আদায়ে প্রভাব পড়বে কিনা জানতে চাইলে তিনি বলেন, অলরেডি গতবারের তুলনায় রাজস্ব আদায় দুই শতাংশ বেশি হয়েছে। এটা হতাশাব্যাঞ্চক না। ফলে আমি আশা করছি অন্তত গতবারের চেয়ে কম হবে না।

জিসিজি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।