ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

আকুর বিল পরিশোধের পর রিজার্ভ ২৯.৫২ বিলিয়ন ডলার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০১, জুলাই ৮, ২০২৫
আকুর বিল পরিশোধের পর রিজার্ভ ২৯.৫২ বিলিয়ন ডলার ডলার

এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) দুই বিলিয়ন ডলার বিল পরিশোধের পর বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে দুই হাজার ৯৫২ কোটি ৯৩ লাখ ১০ হাজার বা ২৯ দশমিক ৫২ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে নিট রিজার্ভ দাঁড়ালো দুই হাজার ৪৪৫ কোটি ৮৯ লাখ ৩০ হাজার (পিবিএম-৬) বা ২৪ দশমিক ৪৫ বিলিয়ন ডলার।

মঙ্গলবার (৮ জুলাই) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আরিফ হোসেন খান এ তথ্য জানান।

আগের মাসগুলোতে আমদানি কিছুটা নিয়ন্ত্রিত থাকায় আকুর বিল কম ছিল। সাধারণত প্রতি দুই মাস পরপর প্রায় দেড় বিলিয়ন ডলার পরিশোধ করতে হতো। তবে মে মাস থেকে আমদানি বাড়ায় আকুর বিলও বেড়েছে।

মে-জুন দুই মাসের আকুর বিল হিসেবে ২০১ কোটি ৯৪ লাখ ৫০ হাজার ডলার পরিশোধের পর বৈদেশিক রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ২৯ দশমিক ৫২ বিলিয়ন ডলার।

এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন বা আকু হলো এশিয়ার কয়েকটি কেন্দ্রীয় ব্যাংকের মধ্যকার একটি আন্ত-আঞ্চলিক লেনদেন নিষ্পত্তি ব্যবস্থা। এর মাধ্যমে এশিয়ার ৯টি দেশের মধ্যে যেসব আমদানি-রপ্তানি হয়, তার মূল্য প্রতি দুই মাস পরপর নিষ্পত্তি করা হয়।

আকুর সদস্যদেশগুলো হচ্ছে বাংলাদেশ, ভারত, ইরান, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, মিয়ানমার, ভুটান ও মালদ্বীপ। অন্য দেশগুলোর সঙ্গে বাংলাদেশের আমদানি-রপ্তানি সংক্রান্ত লেনদেন তাৎক্ষণিকভাবে সম্পন্ন হয়।

গত ২৯ জুন দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩১ বিলিয়ন ডলার ছাড়িয়েছিল।  

জেডএ/এমইউএম/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।