সর্বজনীন পেনশন সিস্টেমের মাসিক চাঁদাসহ সব ধরনের সেবা চারদিন বন্ধ থাকবে। বৃহস্পতিবার (২৪ জুলাই) এক নোটিশের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
পেনশন কর্তৃপক্ষ জানায়, সর্বজনীন পেনশন সিস্টেমের পারফরম্যান্স ও সুরক্ষা আরও উন্নত করার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ রক্ষণাবেক্ষণ কার্যক্রম চলমান। ২৪ জুলাই রাত ৯টা থেকে ২৭ জুলাই সকাল ৮টা পর্যন্ত পেনশন সিস্টেমের অনলাইন সেবা সাময়িকভাবে বন্ধ থাকবে।
এই সময়ে কোন পেনশন হোল্ডারের সময় মাসিক চাঁদা দেওয়ার মেয়াদ শেষ হলে তা জরিমানার আওতামুক্ত থাকবে এবং জরিমানা ছাড়াই চাঁদা নেওয়া হবে।
জেডএ/আরএইচ