ঢাকা, বৃহস্পতিবার, ২২ শ্রাবণ ১৪৩২, ০৭ আগস্ট ২০২৫, ১২ সফর ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

স্বল্প আয়ের মানুষের ফ্ল্যাট প্রকল্পে ব্যয় বাড়ল ১৭ কোটি টাকা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১৯, আগস্ট ৬, ২০২৫
স্বল্প আয়ের মানুষের ফ্ল্যাট প্রকল্পে ব্যয় বাড়ল ১৭ কোটি টাকা ড. সালেহউদ্দিন আহমেদে

ঢাকা: রাজধানীর মিরপুর ১৬ নম্বর সেকশনে স্বল্প ও মধ্যম আয়ের মানুষের জন্য আবাসিক ফ্ল্যাট নির্মাণ প্রকল্পের দুটি প্যাকেজে অতিরিক্ত ১৭ কোটি ৩৪ লাখ ৫১ হাজার ৮৫৭ টাকা ব্যয় বাড়িয়েছে সরকার।

বুধবার (৬ আগস্ট) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভায় এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

বৈঠক সূত্রে জানা যায়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রস্তাবে ‘গৃহসূচনা’ প্রকল্পের প্যাকেজ-২ (ভবন-২ ও ৩) এবং প্যাকেজ-৩ (ভবন-৪ ও ৫)-এর ব্যয় বৃদ্ধি সংক্রান্ত ভেরিয়েশন প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

প্যাকেজ-২ এর নির্মাণকাজ ঠিকাদারি প্রতিষ্ঠান এম জামাল অ্যান্ড কোং ও পদ্মা অ্যাসোসিয়েটস অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লি. (জেভি) এর কাছ থেকে ৯৫ কোটি ২৪ লাখ ৬০ হাজার ৩৩৫ টাকায় কেনার চুক্তি হয়।

চলমান নির্মাণকাজে টেন্ডারভুক্ত ও বহির্ভূত কিছু আইটেম হ্রাস-বৃদ্ধির কারণে অতিরিক্ত ৮ কোটি ৪৯ লাখ ৩৮ হাজার ৫৫৬ টাকা ব্যয় বৃদ্ধি পেয়েছে। ফলে সংশোধিত চুক্তিমূল্য দাঁড়িয়েছে ১০৩ কোটি ৭৩ লাখ ৯৮ হাজার ৮৯২ টাকা।

একই বৈঠকে প্যাকেজ-৩ এর ভেরিয়েশনও অনুমোদন দেওয়া হয়।

এই প্যাকেজের (ভবন-৪ ও ৫) নির্মাণকাজ পায় এমসিএল ও এইচএসএল (জেভি)। প্রাথমিকভাবে ৯৪ কোটি ৪৭ লাখ ৩৪ হাজার ২০ টাকায় চুক্তি হয়। পরে অতিরিক্ত ৮ কোটি ৮৫ লাখ ১৩ হাজার ৩০১ টাকা বাড়ানো হয়।  

সংশোধিত চুক্তিমূল্য বেড়ে দাঁড়ায় ১০৩ কোটি ৩২ লাখ ৪৭ হাজার ৩২২ টাকা।

জিসিজি/এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।