ঢাকা, মঙ্গলবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:০৫, আগস্ট ১২, ২০২৫
গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুর: গাজীপুর মহানগরের ভোগড়া এলাকায় বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। পরে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মঙ্গলবার (১২ আগস্ট) সকালে রোয়া ফ্যাশন লিমিটেড কারখানার শ্রমিকরা এ বিক্ষোভ করেন।

পুলিশ ও এলাকাবাসী জানায়, ভোগড়া এলাকায় অবস্থিত রোয়া ফ্যাশন লিমিটেড কারখানার শ্রমিকরা গত জুলাই মাসের বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। এ সময় প্রায় আধাঘণ্টা মহাসড়ক অবরুদ্ধ ছিল। এতে সাধারণ যাত্রীরা ভোগান্তিতে পড়েন।

গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম জানান, গত এক মাসের বকেয়া বেতনসহ কয়েকটি দাবিতে শ্রমিকরা বিক্ষোভ করেন। কিছু সময় তারা মহাসড়ক অবরোধ করে রাখেন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।  

কারখানার আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান জহিরুল ইসলাম।

আরএস/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।