ঢাকা, বৃহস্পতিবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

হিমাগার ফটকে আলুর কেজি ২২ টাকা নির্ধারণ  

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৩৬, আগস্ট ২৮, ২০২৫
হিমাগার ফটকে আলুর কেজি ২২ টাকা নির্ধারণ
  সংগৃহীত ছবি

ঢাকা: কোল্ড স্টোরেজ বা হিমাগারের ফটকে প্রতি কেজি আলুর সর্বনিম্ন মূল্য ২২ টাকা নির্ধারণ করেছে সরকার।
 
বুধবার (২৭ আগস্ট) কৃষি মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


 
এতে বলা হয়, আলুর সাম্প্রতিক বিক্রি দাম উৎপাদন খরচের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ হওয়ায় আলু চাষিরা ক্ষতির সম্মুখীন হচ্ছেন। এ বিষয়ে প্রধান উপদেষ্টার নির্দেশনা মতে উৎপাদন মৌসুমে উৎপাদিত আলুর ন্যায্য মূল্য নিশ্চিত করে কৃষকের স্বার্থ রক্ষার্থে সুপারিশ দিতে কৃষি সচিবকে সভাপতি ও বাণিজ্য মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয় এবং অর্থ বিভাগের সচিবকে সদস্য করে চার সদস্য বিশিষ্ট একটি পর্যালোচনা কমিটি করা হয়।
 
কমিটির সুপারিশ পর্যালোচনা করে সরকার হিমাগার গেটে আলুর কেজি প্রতি সর্বনিম্ন মূল্য ২২ টাকা নির্ধারণ করেছে।
 
এছাড়াও সরকারি উদ্যোগে অক্টোবর-নভেম্বর মাসে ৫০ হাজার মেট্রিক টন আলু কিনে হিমাগারে সংরক্ষণ করে বিক্রি করা হবে। আগামী মৌসুমে আলু চাষিদের প্রণোদনা দেওয়া হবে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।  
 
এমআইএইচ/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।