ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ন্যাশনাল টি কোম্পানির (এনটিসি) আড়াই লাখ শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন অর্থনীতিবিদ ও সাবেক ব্যাংকার মামুন রশীদ।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, মামুন রশীদ বর্তমানে স্বতন্ত্র পরিচালক হিসেবে কোম্পানিটির চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন।
নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনায় ২০২২ সালে সরকারি মালিকানাধীন ন্যাশনাল টি তাদের মূলধন বৃদ্ধির জন্য রাইট শেয়ার শেয়ার ছাড়ার উদ্যোগ নেয়।
বিএসইসির ওই নির্দেশনায় তালিকাভুক্ত কোম্পানিগুলোর মূলধন ৩০ কোটি টাকায় উন্নীত করার বাধ্যবাধকতা আরোপ করা হয়। সেই বিধান পরিপালনে মূলধন বাড়াতে নতুন করে রাইট শেয়ার ইস্যুর সিদ্ধান্ত নেয় ন্যাশনাল টি।
২০২২ সাল থেকে কয়েক দফায় উদ্যোগ নিয়েও এই রাইট শেয়ার বিক্রি সম্পন্ন করতে না পারায় চার দফা আবেদনের সময় বাড়ানো হয়। সর্বশেষ ১৩ আগস্ট ছিল এই রাইট শেয়ারের আবেদনের শেষ সময়।
কয়েক দফা চেষ্টার পরও সাধারণ শেয়ারধারীদের দিক থেকে রাইট শেয়ার কেনার বিষয়ে পর্যাপ্ত আবেদন পাওয়া না যাওয়ায় অবিক্রিত শেয়ারের একটি বড় অংশ কোম্পানিটির স্বতন্ত্র পরিচালক ও চেয়ারম্যান মামুন রশীদ কেনার সিদ্ধান্ত নেন বলে জানা গেছে।
এসএমএকে/জেএইচ