ঢাকা, শনিবার, ১৪ ভাদ্র ১৪৩২, ৩০ আগস্ট ২০২৫, ০৬ রবিউল আউয়াল ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

বিশ্ববাজারে টিকতে পোশাক শিল্পে প্রযুক্তিনির্ভর উৎপাদন নিশ্চিত করতে হবে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩৪, আগস্ট ২৯, ২০২৫
বিশ্ববাজারে টিকতে পোশাক শিল্পে প্রযুক্তিনির্ভর উৎপাদন নিশ্চিত করতে হবে এপ্রেক্স ক্লাবস অব বাংলাদেশের অনুষ্ঠানে

ঢাকা: সেলাই মেশিন প্রশিক্ষণের প্রাথমিক ধাপ অতিক্রম করে বাংলাদেশ এখন উন্নত প্রযুক্তিনির্ভর তৈরি পোশাক শিল্পের দিকে এগোচ্ছে বলে মন্তব্য করেছেন তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) সভাপতি মাহামুদ হাসান খান।

শনিবার (২৯ আগস্ট) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এপ্রেক্স ক্লাবস অব বাংলাদেশ-এর ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিজিএমইএ সভাপতি বলেন, বাংলাদেশের পোশাক শিল্প অনেক দূর এগিয়েছে। এখন আমরা অটোমেশনের দিকে যাচ্ছি। ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং, উচ্চ প্রযুক্তির ব্যবহার বাড়ছে। এতে উৎপাদন দক্ষতা বাড়বে। দক্ষতা না বাড়াতে পারলে বিশ্ববাজারে টিকে থাকা কঠিন হবে।

তিনি বলেন, অনেকে বলেন, তৈরি পোশাক খাত তো ৪০ বিলিয়ন ডলারের। আমরা বলি, হ্যাঁ-কিন্তু আমাদের লক্ষ্য ১০০ বিলিয়ন ডলার। সেটা ভ্যালু অ্যাডিশনের মাধ্যমেই সম্ভব। শুধু বেসিক পোশাক রপ্তানি নয়, ভ্যালু অ্যাড এবং উৎপাদনশীলতা বাড়িয়ে লক্ষ্যে পৌঁছাতে হবে। না হলে টেকসই হবে না শিল্প।  

মাহামুদ হাসান আরও বলেন, তৈরি পোশাক শিল্পকে কেন্দ্রীয় ডেটাবেইসের আওতায় আনা হয়েছে। শ্রমিক ইস্যুতে যারা সেবা প্রদান করে, তারাও এই ডেটাবেইসের আওতায় এলে তথ্য আদান-প্রদান ও সমন্বয় আরও সহজ হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রয়েল ইউনিভার্সিটি অব ঢাকার উপাচার্য ও শিক্ষাবিদ অধ্যাপক ড. মেশকাত উদ্দিন।

বিশেষ অতিথি ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।

অনুষ্ঠান শেষে দেশের তিনজন গুণী ব্যক্তিকে আজীবন সম্মাননা এবং নিজেদের কর্মক্ষেত্রে বিশেষ অবদানের জন্য আরও তিনজনকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। এর মধ্যে একজন হলেন কালের কণ্ঠের নির্বাহী সম্পাদক হায়দার আলী। তার অনুপস্থিতিতে ক্রেস্ট গ্রহণ করেন সহধর্মিণী রুমা হায়দার।

আজীবন সম্মাননা পেয়েছেন অভিনেত্রী ডলি জহুর, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক গাজী হাবিবুল বাশার সুমন ও বিশিষ্ট সুরকার মিল্টন খন্দকার।

হায়দার আলীর পাশাপাশি বিশেষ সম্মাননা পেয়েছেন ব্যবসায় বিশেষ অবদানের জন্য নরসিংদী চেম্বার অব কমার্সের সভাপতি রাশেদুল হাসান রিন্টু ও চিকিৎসা ক্ষেত্রে অবদানের জন্য টিবি হাসপাতালের ডেপুটি ডিরেক্টর ডা. আয়েশা আক্তার।

জেডএ/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।