ঢাকা, শনিবার, ২১ ভাদ্র ১৪৩২, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৩ রবিউল আউয়াল ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

বসুন্ধরা আবাসিকে যাত্রা শুরু করল ‘টগি টয়েস’

স্টাফ করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫৮, সেপ্টেম্বর ৫, ২০২৫
বসুন্ধরা আবাসিকে যাত্রা শুরু করল ‘টগি টয়েস’ বসুন্ধরা আবাসিকে যাত্রা শুরু করল ‘টগি টয়েস’ । ছবি: শাকিল আহমেদ

আধুনিক ও মানসম্মত খেলনার সমাহার নিয়ে বসুন্ধরা আবাসিক এলাকায় যাত্রা শুরু করল ‘টগি টয়েস’।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকালে বসুন্ধরা আবাসিক এলাকার সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল হেডকোয়ার্টারের গ্রাউন্ড ফ্লোরে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে এই আউটলেটের উদ্বোধন করেন সাফওয়ান বসুন্ধরা গ্লোবালের চেয়ারম্যান ও বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান এবং সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল এর ভাইস চেয়ারম্যান ও বসুন্ধরা গ্রুপের পরিচালক ইয়াশা সোবহান।

এ ছাড়া উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের সিনিয়র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোস্তাফিজুর রহমান, টগি টয়েসের চিফ অপারেটিং অফিসার মির্জা মুজাহিদুল ইসলাম, হেড অব মার্কেটিং মোহাম্মদ আলাউদ্দিন, অপারেশন ইনচার্জ মো. নেছার উদ্দিন আহমেদসহ সাফওয়ান বসুন্ধরা গ্লোবালের অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বসুন্ধরা গ্রুপের সিনিয়র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোস্তাফিজুর রহমান বলেন, আজকে টগি টয়েসের শুভ উদ্বোধন হলো। আমাদের পরিকল্পনা হলো সারা দেশে এ ধরনের আউটলেট খোলা।

তিনি আরও বলেন, আপনারা জানেন, বেশির ভাগ খেলনা আমদানির ওপর নির্ভরশীল। আমদানি করা বেশির ভাগ খেলনা আসে চীন ও ভারত থেকে। আমাদের দীর্ঘমেয়াদি পরিকল্পনা হলো বাংলাদেশে এ ধরনের কারখানা খোলা। এ শিল্পে আমরা স্বয়ংসম্পূর্ণ হবো এবং ভবিষ্যতে রপ্তানি করব।

শিশুদের মানসিক বিকাশ, সৃজনশীলতা ও আনন্দমুখর শৈশবের জন্য টগি টয়েসের আউটলেটে থাকছে নানা ধরনের আকর্ষণীয় খেলনা। এখানে পাওয়া যাবে আধুনিক ও আন্তর্জাতিক মানের খেলনার সমাহার, যা অভিভাবক ও শিশুদের জন্য হবে এক নতুন অভিজ্ঞতা।

টগি টয়েস আউটলেটের ঠিকানা: এসবিজি হেডকোয়ার্টার, গ্রাউন্ড ফ্লোর, প্লট # ৮৪৪, রোড # ১২, ব্লক # আই, বসুন্ধরা আবাসিক এলাকা।

এসসি/আরএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।