বাংলাদেশে কোম্পানি সেক্রেটারি পেশার পেশাদারত্ব ও উন্নয়নে ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশের (আইসিএসবি) ভূমিকার প্রশংসা করে সহযোগিতা অব্যাহত রাখার নিশ্চয়তা দিয়েছেন বাণিজ্যসচিব মাহবুবুর রহমান।
বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি)-এর প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ প্রতিশ্রুতি দেন।
ইনস্টিটিউটের প্রেসিডেন্ট মো. নাসিমুল হাই বাণিজ্যসচিব মাহবুবুর রহমানের সঙ্গে আইসিএসবির প্রতিনিধিদলের সদস্যদের পরিচয় করিয়ে দেন। তিনি সদস্যদের পেশাগত উন্নয়নের জন্য আইসিএসবির বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে সচিবকে অবগত করেন এবং ইনস্টিটিউটের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান মনোযোগ সহকারে কথাগুলো শুনেন এবং বাংলাদেশে কোম্পানি সেক্রেটারি পেশার পেশাদারত্ব ও উন্নয়নে আইসিএসবির ভূমিকার প্রশংসা করেন। তিনি তার পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত রাখার নিশ্চয়তা দেন।
সভায় এ.কে.এম. মুশফিকুর রহমান, ভাইস প্রেসিডেন্ট এবং শামিবুর রহমান, সেক্রেটারি ইনচার্জ ও সিনিয়র নির্বাহী পরিচালক (অর্থ ও প্রশাসন) উপস্থিত ছিলেন।
জিসিজি/এমজেএফ