ঢাকা, বুধবার, ৮ আশ্বিন ১৪৩২, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০১ রবিউস সানি ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

ঢাকা-চট্টগ্রাম বিমানবন্দর উন্নয়নে ব্যয় বাড়লো ২৯১ কোটি ৭২ লাখ টাকা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫৭, সেপ্টেম্বর ২৩, ২০২৫
ঢাকা-চট্টগ্রাম বিমানবন্দর উন্নয়নে ব্যয় বাড়লো ২৯১ কোটি ৭২ লাখ টাকা সরকারের লোগো।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নতমানের রাডার স্থাপন ও চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের রানওয়ের টেক্সিওয়ের শক্তি বৃদ্ধি করা সংক্রান্ত প্রকল্পের ব্যয় বাড়ানোর প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকার। এই দুই বিমানবন্দর উন্নয়নে ব্যয় বাড়লো ২৯১ কোটি ৭২ লাখ ৩৫ হাজার ১২৩ টাকা।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই ব্যয় বাড়ানোর অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠক সূত্রে জানা গেছে, ‘হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিএনএস-এটিএম (কমিউনিকেশনস, নেভিগেশন অ্যান্ড সার্ভিল্যান্স-এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট) সিস্টেমসহ রাডার সংস্থাপন (১ম সংশোধিত)’ প্রকল্পের ভেরিয়েশনের প্রস্তাব নিয়ে আসে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। উপদেষ্টা পরিষদ কমিটি প্রস্তাবটি পর্যালোচনা করে অনুমোদন দিয়েছে।

প্রকল্পটির ব্যয় নতুন করে ১৫৮ কোটি ৮৮ লাখ ৮২ হাজার ৫২৮ টাকা বাড়ানো হয়েছে। প্রকল্পের মূল চুক্তিমূল্য ছিল ৬৫৮ কোটি ৪০ লাখ ৩২ হাজার টাকা। নতুন করে ব্যয় বাড়ানোর ফলে সংশোধিত চুক্তিমূল্য বেড়ে হয়েছে ৮১৭ কোটি ২৯ লাখ ১৪ হাজার ৫২৯ টাকা।

বৈঠকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ‘চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিদ্যমান রানওয়ে ও টেক্সিওয়ের শক্তি বৃদ্ধিকরণ (১ম সংশোধিত)’ প্রকল্পের ক্রয়চুক্তির ভেরিয়েশন অনুমোদন দেওয়া হয়েছে।  

প্রকল্পটির মূল চুক্তিমূল্য ছিল ৪৭২ কোটি ৭৫ লাখ ৬৮ হাজার ৩১৯ টাকা। নতুন করে ১৩২ কোটি ৮৩ লাখ ৫৩ হাজার ৩৬ টাকা ব্যয় বাড়ানোর অনুমোদন দেওয়া হয়েছে। এতে সংশোধিত চুক্তিমূল্য বেড়ে দাঁড়িয়েছে ৬০৫ কোটি ৫৯ লাখ ২১ হাজার ৩৫৬ টাকা।  

জিসিজি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।