ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

জনতা ব্যাংকে নিয়োগ পরীক্ষায় উপস্থিতি ৬০ শতাংশের কম

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৩ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৫
জনতা ব্যাংকে নিয়োগ পরীক্ষায় উপস্থিতি ৬০ শতাংশের কম

ঢাকা: জনতা ব্যাংকের নিয়োগ পরীক্ষায় উপস্থিতি ৬০ শতাংশেরও কম ছিলো।

শুক্রবার (০৯ জানুয়ারি) সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত অফিসার পদের এ নিয়োগ পরীক্ষা রাজধানীর বিভন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হয়।



তবে এ পরীক্ষায় অংশ নিতে আড়াই লাখ প্রার্থী আবেদন করেছিলেন।  

নড়াইল থেকে মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে পরীক্ষা দিতে এসেছেন জিয়াউল হক। তিনি বলেন, ঢাকায় আসার জন্য কোনো পরিবহন না থাকায় অনেকেই শুক্রবারের পরীক্ষায় অংশ নিতে পারেননি।

জনতা ব্যাংক কর্তৃপক্ষকে পরীক্ষা পেছোনোর জন্য আবেদন করা হয়েছিল সেটা তারা আমলে নেয়নি।

কলেজ কেন্দ্র সূত্র বাংলানিউজকে জানায়, এ কেন্দ্রে প্রায় ৫ হাজার পরীক্ষার্থীর অংশ নেওয়ার কথা থাকলেও উপস্থিত ছিলো ২ হাজারের মত।

অবরোধের কারণে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পরীক্ষার্থীরা রাজধানীতে প্রবেশ করতে পারেননি। এ কারণে উপস্থিতি অনেক কম।

প্রসঙ্গত, শুক্রবার (০৯ জানুয়ারি) বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা ছিলো। কিন্তু অবরোধের কারণে কর্তৃপক্ষ তা পিছিয়ে নেন।

বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।